ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১

পাকিস্তানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকার একটি খনিতে শ্রমিকদের নিয়ে ট্রাকটি যাচ্ছিল, যেখানে পাকিস্তান বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সঙ্গে লড়াই চলছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বিদ্রোহীরা সম্ভবত একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস রাস্তায় পুঁতে রেখেছিল। ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই সেটি বিস্ফোরিত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আধাসামরিক কর্মকর্তা বলেন, এটি দূর থেকে নিয়ন্ত্রত ডিভাইস হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে বেলুচিস্তানের ডেপুটি কমিশনার হযরত ওয়ালি আগা জানিয়েছেন, বোমা বিস্ফোরণের সময় ট্রাকে ১৭ জন খনি শ্রমিক ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় হাসপাতালের একজন চিকিৎসক বলেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রসঙ্গত, ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ বেলুচিস্তান এক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী জাতিগত বালুচ গোষ্ঠীর বিদ্রোহের কেন্দ্রবিন্দু। ইসলামপন্থী জঙ্গিরাও এই অঞ্চলে সক্রিয়।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ইতিহাসের এই দিনে: ২২ মার্চ: ২০২৫

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১

প্রকাশিত সময়:- ০৫:৩৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

পাকিস্তানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকার একটি খনিতে শ্রমিকদের নিয়ে ট্রাকটি যাচ্ছিল, যেখানে পাকিস্তান বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সঙ্গে লড়াই চলছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বিদ্রোহীরা সম্ভবত একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস রাস্তায় পুঁতে রেখেছিল। ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই সেটি বিস্ফোরিত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আধাসামরিক কর্মকর্তা বলেন, এটি দূর থেকে নিয়ন্ত্রত ডিভাইস হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে বেলুচিস্তানের ডেপুটি কমিশনার হযরত ওয়ালি আগা জানিয়েছেন, বোমা বিস্ফোরণের সময় ট্রাকে ১৭ জন খনি শ্রমিক ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় হাসপাতালের একজন চিকিৎসক বলেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রসঙ্গত, ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ বেলুচিস্তান এক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী জাতিগত বালুচ গোষ্ঠীর বিদ্রোহের কেন্দ্রবিন্দু। ইসলামপন্থী জঙ্গিরাও এই অঞ্চলে সক্রিয়।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন