জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সদ্য ঘোষিত এক তরফা বিএনপি’র পকেট কমিটি বাতিলের দাবিতে ত্যাগী ও কারা নির্যাতিতদের ব্যানারে বিক্ষোভ ও কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চন্দনের কুশপুত্তলিকা দাহ এবং উপজেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম ডালিমকে অবাঞ্চিত ঘোষণা করেছে।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে ধরঞ্জী বাজারে এ সমাবেশ করেন তারা।
উক্ত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাসুদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাবেক ওয়ার্ড বিএনপি’র সভাপতি সুজন ডাক্তার ও ছাত্তারসহ অনেকেই।
বক্তারা অভিযোগ করে বলেন, সদ্য ঘোষিত ধরঞ্জী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কিন্তু ওই কমিটি থেকে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাদের বাদ দেওয়া হয়েছে। ওবায়দুর রহমান চন্দন ও সাইফুল ইসলাম ডালিমের যোগসাজশে অর্থের বিনিময়ে এ পকেট কমিটি করেছে। অবিলম্বে এ পকেট কমিটি বাতিল করে ত্যাগীদের সমন্বয়ে নতুন কমিটি করার আহবান জানান তারা।