গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ-১৭)-২০২২ আয়োজনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে উপজেলা টাউন হলরুমে নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বক্কর প্রধান,উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সহ সভাপতি অধ্যক্ষ সাইফুলার রহমান তোতা চৌধুরী, পলাশবাড়ী প্রেসকøাব সভাপতি রবিউল ইসলাম পাতা, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন, প্রেসকøাব পলাশবাড়ীর সভাপতি মঞ্জুর কাদির মুকুল,রিপোটাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক আজাদুল ইসলামসহ অন্যান্যরা। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন ছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান ও সচিবগণ উপস্থিত ছিলেন।