ফতুল্লায় গাজাঁ সহ শাহিদা ওরফে পরিমনি (৪৫) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
রোববার (৫ জুন) রাতে তাকে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ সময় তার নিকট থেকে পুলিশ ১৯৫ পুরিয়া গাঁজা ও গাজাঁ বিক্রির ২ হাজার ৪ শত টাকা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত শাহিদা ওরফে পরিমনি ফতুল্লা থানার ধর্মগঞ্জ মাওলা বাজারের সাইফুল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া আব্দুর বারেকের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত দশটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির(টু) ও সহকারী উপপরিদর্শক সিরাজ মাতাব্বুর সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠস্থ এলাকায় অভিযান চালিয়ে শাহিদা ওরফে পরিমনির নিজ রুম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ১৯৫ পুরিয়া গাঁজা সহ গাঁজা বিক্রির ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।