২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী, বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।
সিবিএস নিউজের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর নিশ্চিত করেছে। এতে বলা হয়, কমলা হ্যারিস ট্রাম্পকে ফোন করে তার বিজয়ে অভিনন্দন জানান এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন।
নির্বাচনে পরাজয় মেনে নিয়ে তিনি ট্রাম্পকে আহ্বান জানান, ‘আমেরিকানদের প্রেসিডেন্ট হিসেবে তিনি যেন সকলকে একত্রিত করেন।’
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, নির্বাচনের ফলাফলে ট্রাম্প ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে ২৯২টি ভোট অর্জন করেছেন, কমলা হ্যারিস পেয়েছেন ২২৪ ভোট। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে ২৭০ ভোট প্রয়োজন।
নির্বাচনী প্রচারণায় ট্রাম্প ও কমলা একে অপরকে তীব্র ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে চ্যালেঞ্জ করেছিলেন। ট্রাম্পকে একসময়ে কমলা হ্যারিস ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেও, ট্রাম্প কমলার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে, মার্কিন ভোটাররা শেষ পর্যন্ত ট্রাম্পের পক্ষে রায় দিয়েছেন এবং তাকে পুনরায় হোয়াইট হাউজে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, নির্বাচনী ফলাফল অনুযায়ী, ২০২৫ সালের ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন