সকল পুলিশ সদস্যসহ দেশবাসীকে পবিত্র ঈদু-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
রবিবার বিকেলে তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলিম ধর্মালম্বী পুলিশ সদস্যরা আমরা সিয়াম সাধনার মধ্যে ও জনগণের সেবায় নিয়োজিত ছিলাম এবং শাওয়ালের চাঁদ দেখা গেলে সকলেই মিলে পবিত্র ঈদ-উল ফিতের উদযাপন করবো।
আমাদের চারপাশে অনেক অসহায় ও বিপন্ন মানুষ রয়েছে, তারা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে সাধ্যমতো সবাইকে চেষ্টা করতে হবে বিত্তবান ব্যক্তিরা সামর্থ্য অনুযায়ী অসচ্ছল ও অসহায় মানুষদের সাহায্যের অবদান রাখতে হবে, তাহলে ঈদ আনন্দ সবার মাঝে বিরাজ করবে।
তিনি আরো বলেন, ঈদ মানে আনন্দ ঈদ মানে মিলন ঈদ মানে শান্তি, সেই শান্তিতে থাকতে হলে আপনাদের আশেপাশে মাদক কারবারি, চোরা চালানি, ছিনতাইকারী, সন্ত্রাস ও জঙ্গিবাদ দেখলে নিকটস্থ থানায় খবর দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে, অথবা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে জানাতে হবে।
বাল্য বিবাহ ও মাদককে না বলুন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ুন।
সবাইকে পবিত্র ঈদ- উল ফিতরের শুভেচ্ছা ও শুভ কামনা। ঈদ মোবারক।