ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতুর নাট খোলা বায়েজিদের জামিন নামঞ্জুর

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক করায় গ্রেফতার বায়েজিদ তালহাকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে তোলার পর বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

গতকাল বুধবার দুপুর ১২টায় শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আলম এ আদেশ দেন।

মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, গত ২৬ জুন পদ্মা সেতুতে এসে শরীয়তপুরের জাজিরা প্রান্তের রেলিংয়ের একটি নাট খুলে ফেলেন বায়েজিদ তালহা। পরে সেটি ভিডিও করে টিকটক অ্যাকাউন্টে ছড়িয়ে দেওয়া হয়। ওই দিনই সিআইডি তাকে ঢাকার পল্টন এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর সিআইডি পুলিশের পরিদর্শক শাহীনুল ইসলাম বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় মামলা করেন। নাট খোলার ঘটনায় বায়েজিদকে সহযোগিতা করায় মামলায় আরও আসামি করা হয় কায়সার আহম্মেদ (২৬) নামে এক তরুণকে। তার বাড়ি সাভারের নালিয়াসুর মুশুরিখোলা গ্রামে। ঘটনার পর থেকে কায়সার পলাতক রয়েছেন।

২৭ জুন বায়েজিদকে শরীয়তপুর আদালতে তুলে ঘটনা তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইডি। আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষ হলে বুধবার বায়েজিদকে আদালতে হাজির করা হয়। আইনজীবী শহীদুল ইসলাম আসামির জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, জামিন চাওয়া প্রত্যেক আসামির অধিকার। এ আদালত সেটা মূল্যায়ন করেননি। ন্যায়বিচার পেতে আমরা উচ্চ আদালতে যাব।

শরীয়তপুর জেলা আদালত পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, সেতুর রেলিংয়ের নাট খোলা যুবককে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

নিউজবিজয়/এফএইচএন

ট্যাগ:-

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ইতিহাসের এই দিনে: ১৭ মার্চ: ২০২৫

পদ্মা সেতুর নাট খোলা বায়েজিদের জামিন নামঞ্জুর

প্রকাশিত সময়:- ১২:৫৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক করায় গ্রেফতার বায়েজিদ তালহাকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে তোলার পর বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

গতকাল বুধবার দুপুর ১২টায় শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আলম এ আদেশ দেন।

মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, গত ২৬ জুন পদ্মা সেতুতে এসে শরীয়তপুরের জাজিরা প্রান্তের রেলিংয়ের একটি নাট খুলে ফেলেন বায়েজিদ তালহা। পরে সেটি ভিডিও করে টিকটক অ্যাকাউন্টে ছড়িয়ে দেওয়া হয়। ওই দিনই সিআইডি তাকে ঢাকার পল্টন এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর সিআইডি পুলিশের পরিদর্শক শাহীনুল ইসলাম বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় মামলা করেন। নাট খোলার ঘটনায় বায়েজিদকে সহযোগিতা করায় মামলায় আরও আসামি করা হয় কায়সার আহম্মেদ (২৬) নামে এক তরুণকে। তার বাড়ি সাভারের নালিয়াসুর মুশুরিখোলা গ্রামে। ঘটনার পর থেকে কায়সার পলাতক রয়েছেন।

২৭ জুন বায়েজিদকে শরীয়তপুর আদালতে তুলে ঘটনা তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইডি। আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষ হলে বুধবার বায়েজিদকে আদালতে হাজির করা হয়। আইনজীবী শহীদুল ইসলাম আসামির জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, জামিন চাওয়া প্রত্যেক আসামির অধিকার। এ আদালত সেটা মূল্যায়ন করেননি। ন্যায়বিচার পেতে আমরা উচ্চ আদালতে যাব।

শরীয়তপুর জেলা আদালত পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, সেতুর রেলিংয়ের নাট খোলা যুবককে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

নিউজবিজয়/এফএইচএন