পঞ্চগড়ের বোদা উপজেলায় সোমবার (৪ নভেম্বর) রাতে মানিকপীর মাদরাসা মাঠে যুবদলের কর্মিসভা চলাকালে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পরে ঘটনাস্থল থেকে চারটি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার ওসি আজিমউদ্দিন।
বিডিআর বিদ্রোহ হত্যা মামলায় পুনঃতদন্ত কমিশন কেন নয়: হাইকোর্টের রুল
প্রত্যক্ষদর্শীরা জানান, বেংহারি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে কর্মীসভা চলাকালীন সময়ে মাদরাসা প্রাচীরের বাইরে থেকে দুর্বৃত্তরা লক্ষ্য করে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়। কর্মিসভায় উপস্থিত ছিলেন বোদা উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা, বেংহারি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ওমর ফারুকসহ নেতাকর্মীরা।
বোদা থানার ওসি আজিমউদ্দিন বলেন, যুবদলের কর্মীসভা চলাকালে কয়েকজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি ককটেল দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। কোন অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুর্বৃত্তদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন