ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপত্তার চাদরে ঢাকা গোটা পীরগাছা, কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের পীরগাছায় ভোট আয়োজনের শেষ প্রস্তুতি চলছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে । একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে সব প্রস্তুতি সাড়তে শনিবার (৬ জানুয়ারি) দুপুর থেকে শুরু হয় কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানোর কাজ।

পীরগাছা উপজেলার পরিষদে তিনটি পয়েন্ট থেকে বিতরণ করা হচ্ছে এসব সরঞ্জাম। প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা এসে নির্ধারিত পয়েন্ট থেকে বুঝে নেন সরঞ্জামাদি। তারপর পুলিশ প্রহরায় নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত কেন্দ্রে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমন জনান, রংপুর-৪ আসনের পীরগাছা উপজেলার মোট ৯০টি কেন্দ্রের জন্য বালট পেপার বাদে বাকি নির্বাচনী সরঞ্জাম তিনটি পয়েন্ট থেকে পাঠানো হচ্ছে। ব্যালট পেপার ভোটের দিন (৭ জানুয়ারি) ভোরবেলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে। নিরাপত্তার জন্য ২ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র‍্যাব ও সেনা সদস্য এবং এক হাজার ৮০ জন আনসার ও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আমাদের প্রস্তুতি ভালো, পরিবেশও সন্তোষজনক আছে।

আরও পড়ুন >  কুড়িগ্রামের রাজিবপুরে সবজির চাষ: স্বাবলম্বী কৃষকদের নতুন স্বপ্নের সূচনা

ভোট উপলক্ষে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) শেষ হয় ১৮ দিনের বিরামহীন প্রচারণা। এবার ভোটের অপেক্ষা। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে একটানা ভোটগ্রহণ। ভোট হবে গোপন ব্যালটের মাধ্যমে।

রংপুর -৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে সংসদ সদস্য হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট তিনজন প্রার্থী। বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এই আসনে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। এবারও তিনি এই আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করছেন। তার সঙ্গে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল ও বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম পাটোয়ারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পীরগাছায় ভোটকেন্দ্রের সংখ্যা ৯০টি। ভোট পরিচালনার জন্য ৯০টি কেন্দ্রে ৫৩৪টি বুথ করা হবে। ৯০ জন প্রিজাইডিং অফিসার, ৫৩৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১০৬৮ জন পোলিং অফিসার কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৩৪৯ জন, যাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৫৭৬ জন, নারী ভোটার আছেন ১ লাখ ৪০ হাজার ৭১২ জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ২ জন।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন ট্রাম্প: বাংলাদেশি জ্যোতিষী

নিরাপত্তার চাদরে ঢাকা গোটা পীরগাছা, কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি

প্রকাশিত সময় :- ০৯:৩৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের পীরগাছায় ভোট আয়োজনের শেষ প্রস্তুতি চলছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে । একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে সব প্রস্তুতি সাড়তে শনিবার (৬ জানুয়ারি) দুপুর থেকে শুরু হয় কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানোর কাজ।

পীরগাছা উপজেলার পরিষদে তিনটি পয়েন্ট থেকে বিতরণ করা হচ্ছে এসব সরঞ্জাম। প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা এসে নির্ধারিত পয়েন্ট থেকে বুঝে নেন সরঞ্জামাদি। তারপর পুলিশ প্রহরায় নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত কেন্দ্রে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমন জনান, রংপুর-৪ আসনের পীরগাছা উপজেলার মোট ৯০টি কেন্দ্রের জন্য বালট পেপার বাদে বাকি নির্বাচনী সরঞ্জাম তিনটি পয়েন্ট থেকে পাঠানো হচ্ছে। ব্যালট পেপার ভোটের দিন (৭ জানুয়ারি) ভোরবেলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে। নিরাপত্তার জন্য ২ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র‍্যাব ও সেনা সদস্য এবং এক হাজার ৮০ জন আনসার ও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আমাদের প্রস্তুতি ভালো, পরিবেশও সন্তোষজনক আছে।

আরও পড়ুন >  হত্যা মামলায় হিলিতে সাবেক কাউন্সিলর আটক

ভোট উপলক্ষে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) শেষ হয় ১৮ দিনের বিরামহীন প্রচারণা। এবার ভোটের অপেক্ষা। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে একটানা ভোটগ্রহণ। ভোট হবে গোপন ব্যালটের মাধ্যমে।

রংপুর -৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে সংসদ সদস্য হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট তিনজন প্রার্থী। বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এই আসনে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। এবারও তিনি এই আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করছেন। তার সঙ্গে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল ও বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম পাটোয়ারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পীরগাছায় ভোটকেন্দ্রের সংখ্যা ৯০টি। ভোট পরিচালনার জন্য ৯০টি কেন্দ্রে ৫৩৪টি বুথ করা হবে। ৯০ জন প্রিজাইডিং অফিসার, ৫৩৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১০৬৮ জন পোলিং অফিসার কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৩৪৯ জন, যাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৫৭৬ জন, নারী ভোটার আছেন ১ লাখ ৪০ হাজার ৭১২ জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ২ জন।

নিউজবিজয়২৪/এফএইচএন