নরসিংদীর বেলাব উপজেলায় নিজ ঘর থেকে ২ সন্তানসহ মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২২ মে) সকালে বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রাম থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তবে ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- উপজেলার বাবলা গ্রামের গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম (৩৬), তার ছেলে রাব্বি শেখ (১২) এবং মেয়ে রাকিবা আক্তার (৭)। রাহিমা বেগম পেশায় দর্জি ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে রাহিমার বাড়িতে সেলাইয়ের কাপড় আনতে যান বিলবিস বেগম নামে স্থানীয় এক নারী। সেখানে গিয়ে দরজার নিচ দিয়ে রক্ত দেখতে পান। পরে তিনি চিৎকার দিলে স্থানীয়রা এসে জড়ো হয়ে ঘরে ঢুকে সন্তানসহ মায়ের গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তবে এ সময় ওই বাড়িতে রাহিমার স্বামী গিয়াস উদ্দিন শেখ ছিলেন না বলে জানান স্থানীয়রা।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রথমে থানায় আনা হবে।