নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন » NewsBijoy24 Online Newspaper of Bangladesh.
ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ২৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

  • বিনোদন ডেস্ক:-
  • প্রকাশিত সময় :- ১০:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • ৩৬৮ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

ঢাকাই সিনেমার পর্দা কাপানো নায়িকাদের একজন ছিলেন নূতন। নিজের ক্যারিয়ারে তিনশ’র বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। বয়স বেড়েছে, এখন আর চলচ্চিত্রে নিয়মিত নন। তবে সামাজিক মাধ্যম ফেসবুকে নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে সরব দেখা যায় তাকে।

শনিবার (২১ মে) বিকেলে নূতন ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি মানুষ যে বয়সেরই হই না কেন মনে মনে নিজেকে সব সময় নায়িকা ভাবি। আমি নায়িকা ছিলাম আছি থাকবো। মানুষ হওয়ার পরে আমি নায়িকা হয়েই মরবো।’

নন্দিত নির্মাতা দিলীপ বিশ্বাসের উদ্ধৃতি দিয়ে তিনি আরও লিখেছেন, ‘শ্রদ্ধেয় দিলীপ বিশ্বাস আমাকে একবার বলছিলেন, নায়িকারা নায়িকাই হয়। অভিনেত্রীরা অভিনেত্রী আর চরিত্রাভিনেত্রীরা চরিত্রাভিনেত্রী হয়। তুমি নায়িকা হয়ে গেছো নায়িকাই থাকবা।’

এখনও তিনি নিয়মিত জিম ও ডায়েট করেন উল্লেখ করে লেখেন, ‘যদিও প্রয়োজনের তাগিদে বা অভিনয়ের লোভে আমি খলনায়িকা, মা, বোন হয়েছি। তবে মনে-প্রাণে, চলনে-বলনে আমি নিজেকে আমার কাছে সবসময় নায়িকাই ভাবি। সেই ৮০-৯০ দশকের মতোই নিয়ম করে ব্যায়াম, খাওয়-দাওয়া ফিল্ম নিয়ে ভাবনা সব একই রকম আছে, শুধু শুটিং নেই।’

নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নতুন নির্দেশ মাউশির

https://i0.wp.com/www.bd-pratidin.com/assets/newDesktop/sp-img/dengu-desktop.gif?ssl=1

নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

প্রকাশিত সময় :- ১০:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২

ঢাকাই সিনেমার পর্দা কাপানো নায়িকাদের একজন ছিলেন নূতন। নিজের ক্যারিয়ারে তিনশ’র বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। বয়স বেড়েছে, এখন আর চলচ্চিত্রে নিয়মিত নন। তবে সামাজিক মাধ্যম ফেসবুকে নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে সরব দেখা যায় তাকে।

শনিবার (২১ মে) বিকেলে নূতন ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি মানুষ যে বয়সেরই হই না কেন মনে মনে নিজেকে সব সময় নায়িকা ভাবি। আমি নায়িকা ছিলাম আছি থাকবো। মানুষ হওয়ার পরে আমি নায়িকা হয়েই মরবো।’

নন্দিত নির্মাতা দিলীপ বিশ্বাসের উদ্ধৃতি দিয়ে তিনি আরও লিখেছেন, ‘শ্রদ্ধেয় দিলীপ বিশ্বাস আমাকে একবার বলছিলেন, নায়িকারা নায়িকাই হয়। অভিনেত্রীরা অভিনেত্রী আর চরিত্রাভিনেত্রীরা চরিত্রাভিনেত্রী হয়। তুমি নায়িকা হয়ে গেছো নায়িকাই থাকবা।’

এখনও তিনি নিয়মিত জিম ও ডায়েট করেন উল্লেখ করে লেখেন, ‘যদিও প্রয়োজনের তাগিদে বা অভিনয়ের লোভে আমি খলনায়িকা, মা, বোন হয়েছি। তবে মনে-প্রাণে, চলনে-বলনে আমি নিজেকে আমার কাছে সবসময় নায়িকাই ভাবি। সেই ৮০-৯০ দশকের মতোই নিয়ম করে ব্যায়াম, খাওয়-দাওয়া ফিল্ম নিয়ে ভাবনা সব একই রকম আছে, শুধু শুটিং নেই।’