নাটোরে ৬৬০০ লিটার সয়াবিন তেল জব্দ, ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা – ফাইল ছবি
নাটোরের বড়াইগ্রামে পাঁচটি দোকানে অভিযান চালিয়ে ছয় হাজার ৬০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ সময় দোকানের মালিকদের মোট তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শুক্রবার বিকেলে উপজেলার জোনাইল বাজারের এই অভিযান চালানো হয়।
জরিমানা করা দোকানগুলো হলো- মোল্লা স্টোর, রুপম স্টোর, মিতা স্টোর এবং বিল্লাল ও দেবাশীষের দোকান।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকেলে উপজেলার জোনাইল বাজারের পাঁচটি দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার ও র্যাবের যৌথ দল। এই সময় ওই সব দোকানের গোডাউনে তল্লাশি চালিয়ে তেল জব্দ করে রাতেই ন্যায্য মূল্যে ক্রেতাদের মাঝে বিক্রি করা হয়।