ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে ছাত্রকে বলাৎকার, শিক্ষকের যাবজ্জীবন

নাটোরের বড়াইগ্রামে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই শিক্ষকের নাম আব্দুর রহিম কালু (২৭)।
বুধবার (১২ মার্চ) বেলা ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ ঘোষণা করেন।

গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জজ আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের।
সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম কালু (২৭) নাটোর সদর উপজেলার কাঠালবাড়িয়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি বড়াইগ্রাম উপজেলার তালশো আল জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফিজিয়া মাদরাসার শিক্ষক ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৮ মে সন্ধ্যার পর আসামি আব্দুর রহিম ছাত্রকে মাদরাসার কাজ আছে বলে তার বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাদরাসায় নিয়ে যায়। মাদরাসায় নিয়ে গিয়ে ওই ছাত্রকে জোরপূর্বক বলাৎকার করেন। এরপর ওই ছাত্রকে তার বাড়িতে আসামি নামিয়ে দিয়ে চলে যায়। এ সময় ওই ছাত্র বাড়িতে গিয়ে কান্না করে তার বাবার কাছে সব ঘটনা খুলে বলে। পরে ছাত্রকে চিকিৎসার জন্য তার বাবা নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। ২১ মে শিশুটির বাবা মাদরাসা শিক্ষক আব্দুর রহিম কালুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে অ্যাডভোকেট আব্দুল কাদের বলেন, দীর্ঘ ৪ বছর মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি চলে। আজ আদালত আসামি আব্দুর রহিম কালুর উপস্থিতিতে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের নিদের্শ দেন আদালত।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

এবার প্রাথমিক বিদ্যালয়ে থাকছে না ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি

নাটোরে ছাত্রকে বলাৎকার, শিক্ষকের যাবজ্জীবন

প্রকাশিত সময়:- ০৩:৩৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

নাটোরের বড়াইগ্রামে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই শিক্ষকের নাম আব্দুর রহিম কালু (২৭)।
বুধবার (১২ মার্চ) বেলা ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ ঘোষণা করেন।

গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জজ আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের।
সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম কালু (২৭) নাটোর সদর উপজেলার কাঠালবাড়িয়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি বড়াইগ্রাম উপজেলার তালশো আল জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফিজিয়া মাদরাসার শিক্ষক ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৮ মে সন্ধ্যার পর আসামি আব্দুর রহিম ছাত্রকে মাদরাসার কাজ আছে বলে তার বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাদরাসায় নিয়ে যায়। মাদরাসায় নিয়ে গিয়ে ওই ছাত্রকে জোরপূর্বক বলাৎকার করেন। এরপর ওই ছাত্রকে তার বাড়িতে আসামি নামিয়ে দিয়ে চলে যায়। এ সময় ওই ছাত্র বাড়িতে গিয়ে কান্না করে তার বাবার কাছে সব ঘটনা খুলে বলে। পরে ছাত্রকে চিকিৎসার জন্য তার বাবা নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। ২১ মে শিশুটির বাবা মাদরাসা শিক্ষক আব্দুর রহিম কালুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে অ্যাডভোকেট আব্দুল কাদের বলেন, দীর্ঘ ৪ বছর মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি চলে। আজ আদালত আসামি আব্দুর রহিম কালুর উপস্থিতিতে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের নিদের্শ দেন আদালত।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন