
নাটোরের নলডাঙ্গায় আগুনে টিনশেডের প্রায় ৩০টি ঘর পুড়লেও অক্ষত অবস্থায় রয়েছে পবিত্র আল-কোরআন শরীফ। একনজর কোরান শরীফ দেখতে সেকেন্ডারের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার বাসিলা উত্তরপাড়া এলাকায় সেকেন্ডারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘরের টিন থেকে শুরু করে আসবাবপত্র পুড়ে গেলেও কোরআন শরিফের একটি অক্ষরও পোড়েনি। আগুন নিয়ন্ত্রণে আসার পর কোরআন শরীফটি সংরক্ষণ করেন স্থানীয়রা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার(২৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার বাসিলা উত্তরপাড়ার খলিলের বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় মুহুর্তের মধ্যে তা আশপাশের বাড়ি গুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবাহতা বেড়ে যাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় স্থানীয়দের। পরে এক ঘন্টা পর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, আত্রাই এবং বাগামারার চারটি ইউনিট দুই ঘন্টার চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে টিনশেডের প্রায় ৩০টি ঘরসহ সবকিছু পুড়লেও অক্ষত অবস্থায় ছিল পবিত্র কোরআন শরীফ।
তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা সম্ভব হয়নি বলে জানা গেছে।
স্থানীয় সাংবাদিক এম এম আরিফুল ইসলাম জানান, ৩০ ঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু মহান আল্লাহপাকের বাণী আল কোরআন আগুনে পোড়েনি। নিজ চোখে দেখলাম। আল্লাহপাক তার এই কুদরতি হাত দিয়ে এই পবিত্র গ্রন্থ কোরআন শরীফ রক্ষা করেছেন।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহযোগিতা করা হবে।