নাটোরে সিংড়ায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০ টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীরা জানায়, সিংড়া উপজেলার বিয়াস গ্রাম থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে সিংড়ার উদ্দেশ্যে যাবার পথে চৌগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী এক ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে আজিজ নামে একজনের মৃত্যু হয়। এ সময় আহত বেশ কয়েকজনকে সিংড়া হাসপাতালে নিয়ে আসলে সেখানে আব্দুল কুদ্দুস নামে অপর একজনের মৃত্যু হয়। এছাড়া আহত আরো দুজনকে উচ্চতর চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম সিদ্দিকী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে , আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ,তবে নিহতদের নাম জানা গেছে বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি বলেও জানান তিনি।
ব্রেকিং :-
নাটোরের সিংড়ায় ট্রাক ইজিবাইক সংঘর্ষ দুইজনের মৃত্যু
-
শাকিল আহমেদ নাটোর প্রতিনিধি
- "নিউজ বিজয়: এক দশকের মাইলফলক" প্রকাশিত সময় : ০৬:২৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- 335
জনপ্রিয় সংবাদ