ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরের সাবেক এমপি শিমুলসহ ১৩৭ জনের নামে হত্যা মামলা

নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ ১৩৭ জনের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে নিহত মেহেদী হাসান রবিনের মামা সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। নিহত মেহেদী হাসান রবিন পেশায় গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মেহেদী হাসান রবিন। আন্দোলনের অংশ হিসেবে গত ৫ আগস্ট শহরের উত্তর বড়গাছা বড়মোড় এলাকা থেকে মেহেদী হাসান রবিনকে তুলে নিয়ে গিয়ে সাবেক এমপির বাড়িতে আটকে রাখা হয়। এর নির্দেশদাতা ছিলেন মামলার প্রধান আসামি সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল।

পরে সেই ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যান এমপিসহ তার সহযোগীরা। এ সময় স্থানীয়রা রবিনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট ভোরে মারা যান রবিন। ঘটনার পর থেকে দেশের সার্বিক পরিস্থিতির কারণে ও পুলিশ সদস্যদের কর্মবিরতির কারণে অভিযোগ করতে বিলম্ব হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

নিউজবিজয়/এফএইচএন.

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

দেশের নয় অঞ্চলে ঝড় হতে পারে, বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

নাটোরের সাবেক এমপি শিমুলসহ ১৩৭ জনের নামে হত্যা মামলা

প্রকাশিত সময় :- ০৩:৪৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ ১৩৭ জনের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে নিহত মেহেদী হাসান রবিনের মামা সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। নিহত মেহেদী হাসান রবিন পেশায় গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মেহেদী হাসান রবিন। আন্দোলনের অংশ হিসেবে গত ৫ আগস্ট শহরের উত্তর বড়গাছা বড়মোড় এলাকা থেকে মেহেদী হাসান রবিনকে তুলে নিয়ে গিয়ে সাবেক এমপির বাড়িতে আটকে রাখা হয়। এর নির্দেশদাতা ছিলেন মামলার প্রধান আসামি সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল।

পরে সেই ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যান এমপিসহ তার সহযোগীরা। এ সময় স্থানীয়রা রবিনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট ভোরে মারা যান রবিন। ঘটনার পর থেকে দেশের সার্বিক পরিস্থিতির কারণে ও পুলিশ সদস্যদের কর্মবিরতির কারণে অভিযোগ করতে বিলম্ব হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

নিউজবিজয়/এফএইচএন.