নাটোরের লালপুরে খোরশেদ আলম মিলন নামে এক ইজিবাইক চালকের কাদা মাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সন্ধ্যার দিকে উপজেলার কদিমচিলান এলাকায় রাস্তার পাশের আখের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খোরশেদ আলম মিলন বড়াইগ্রাম উপজেলা বনপাড়া পৌর এলাকার মহিষভাঙ্গা মহল্লার ফখরুল আলমের ছেলে।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজী ও এলাকাবাসি জানায়, ইজিবাইক চালক মিলন গতকাল শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে মিলনের পরিবার বড়াইগ্রাম থানাকে অবহিত করে। রবিবার সন্ধায় এলাকাবাসী রাস্তার পাশে আখের জমিতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর ফারুখ হোসেন তালাশ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের পরিবার মরদেহটি সনাক্ত করে। পুলিশের ধারণা ইজিবাইক ছিনতাই করতেই এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ব্রেকিং :-
নাটোরের লালপুরে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
- শাকিল আহমেদ, নাটোর প্রতিনিধি:-
- প্রকাশিত সময় :- ১০:৫১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- 290
জনপ্রিয় সংবাদ