নাটোরের বড়াইগ্রামে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে বিপরীতমুখি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো অন্তত্য ৬ জন। বুধবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় মহাসড়কে যান চলাচলে তীব্র যানযটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে এবং মহাসড়কের যানচলাচলে স্বাভাবিক করে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মোঃ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।