নাগেশ্বরী কচাকাটায় ১০ জুয়ারুকে আটক করে কচাকাটা থানা পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাতে কচাকাটা থানার ওসি জাহিদুল ইসলামের নেতৃত্বে কচাকাটার ভোটের হাইল্ল্যা গ্রামের ওয়ারেন্ট ভুক্ত আসামি ১০ জুয়ারুকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। এ সময় অভিযানে সহযোগীতা করেন এস আই মিজানুর রহমান, আলতাব হোসেন, মাসুদ রানা প্রমুখ। কচাকাটা থানার অফিসার ইনর্চাজ জাহিদুল ইসলাম জানান প্রত্যান্ত এলাকায় আইনশৃঙ্গলা বজায় রাখতে যথেষ্ঠ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন থানার অধিনে নারায়নপুর একটি বিছিন্ন নদীবেষ্টিত এলাকায় সেখানে অপরাধীদের গ্রেফতার করতে একটি স্প্রীট বোর্ডেও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ব্রেকিং :-
নাগেশ্বরী কচাকাটায় ১০ জুয়ারুকে আটক করে থানা পুলিশ
- শফিকুল ইসলাম শফি নাগেশ্বরী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি :-
- প্রকাশিত সময় :- ০৯:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- 277
জনপ্রিয় সংবাদ