কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নে টেপার কুটি চ্যাতলার পাড় গ্রামের অসহায় দিন মজুর নজরুলের বসত বাড়ীতে সঙ্গবদ্ধ অসাধু দাদন ব্যবসায়ীর হামলায় ভাংচুর ও মা মেয়ের উপর শারিরিক নির্যাতন। আহত মা ও মেয়ে তাদের স্বজন দিপ্তী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শামীমের সহযোগীতায় নাগেশ্বরী সদর হাসপাতালে চিকিৎসাধীন । আহত মা বেলী বেগম ও এসএসসি পরীক্ষার্থী মেয়ে রোজিনা খাতুন জানায় করোনাকালীন সময় কাজ কর্ম না থাকায় সংসার চালাতে নোয়ানাটারী গ্রামের দাদন ব্যবসায়ী মজনু মিয়ার কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়া হয় এবং প্রতি মাসে তা সুধে আসলে পরিশোধ করে আসছি হঠাৎ করে গত বৃহ:পতিবার রাত ৮টার দিকে মজনু মিয়া স্বদলবলে বাড়ীতে এসে চারগুন টাকা বেশী দাবী করে তা দিতে অশিকার করায় তারা আমাদের উপর শারিরিক নির্যাতন করে এবং বাড়ী ঘর ভাংচুর করে একটি এলিডি টিভি দুটি মোবাইল ফোনসহ টিউবওয়েল খুলে নিয়ে যায়। হামলার বিষয়ে আমাদেরকে মামলা না করার হুমকি দিচ্ছে তারা। মামলার বিষয়ে ভুক্তভোগী পরিবার জানায় মেডিকেল সার্টিফিকেট নিয়ে এলে মামলা নেয়া হবে বলে জানায় কচাকাটা থানার ওসি ।
ব্রেকিং :-
নাগেশ্বরীর কচাকাটায় অসহায় মা মেয়ের উপর দাদন ব্যবসায়ীর হামলা
- শফিকুল ইসলাম শফি নাগেশ্বরী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি :-
- প্রকাশিত সময় :- ০৬:৪৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- 240
জনপ্রিয় সংবাদ