কুড়িগ্রামের নাগেশ্বরী নাগেশ্বরীতে আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল নার্সিং এন্ড মিডওয়াইফের আয়োজনে র্যালি, কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। হাসপাতাল থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাসপাতাল হল রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নার্সিং সুপার ভাইজার সুলতানা তাছমীনের সভাপতিত্বে আজমেরী বেগমের উপস্থাপনায় বক্তব্য রাখেন ডা.নুরনবী আনছারী (আরএমও), সিনিয়র স্টাফ নার্স দিপীকা রানী, মাসুমা আক্তার, আয়শা সিদ্দিকি ইসমোত আরা পারভিন, পারুল পারভিন ও মিডওয়াইফ রাবেয়া বাসুরীসহ অনেকে।
এসময় নার্সরা বলেন নিয়োগে পদবী নার্স উল্লেখ্য থাকলেও অনেকে সিষ্টার বলে ডাকে। সেবাপ্রার্থীদের প্রতি তাদের দাবী, নার্স বলুন সিষ্টার নয়। আমরা নার্স, আপনাদের সেবক।