বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়নপুর বাসস্ট্যান্ডে ও রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিঘর এলাকায় ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম খাদেমুল। সে ঢাকার মিরপুরের কালসি এলাকার মটোর গ্যারেজের মালিক।
পুলিশ জানিয়েছেন, ভোর ৫টার দিকে একটি মালবোঝাই ট্রাক ভৈরব থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ওই সময় বিপরিত দিক থেকে আসা একটি পিকাপভ্যানের সংঘর্ষ হয়। এতে দুইজন মারা যায়।
এর আগে রাত ২টার দিকে সিলেটর সুনামগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় যাচ্ছিল খাদেমুল। রাত ২টার দিকে মোটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিঘর এলাকায় পৌঁছালে পেছন থেকে এনা পরিবহনের একটি বাস-মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।