লালমনিরহাট জেলার নব যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দায় এর আদিতমারী উপজেলায় শুভাগমন উপলক্ষে সরকারী কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান,স্থানীয় সুধীজন ও সাংবাদিকদের সাথে উপজেলার সম্ভাবনা ও সমস্যা নিয়ে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্মুক্ত আলোচনায় সভায় বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দায়।
এ সময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবার রহমান,সহকারী কমিশানার (ভূমি) রওজাতুন জান্নাত,আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী,জেলা জামাতের কর্ম পরিষদের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু,উপজেলা বিএনপি’র সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক ও বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক হবিবুর রহমান হবি প্রমূখ।
নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন