আগামীকাল বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। এই শপথ অনুষ্ঠানে ডাক পেয়েছেন বর্তমান আইনমন্ত্রী আনিসুল হক। তবে তাকে কোন মন্ত্রণালয়ে দেওয়া হচ্ছে তা জানানো হয়নি। এছাড়া শপথে আমন্ত্রণ পেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
আজ বুধবার সন্ধ্যায় সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানান, যারা নতুন মন্ত্রিসভার দায়িত্ব পেয়েছেন তাদের শপথ গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। তাদেরকে টেলিফোনে শপথ গ্রহণের আমন্ত্রণ জানানো হচ্ছে বলেও জানান তিনি।
শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আরও যারা ডাক পেয়েছেন – বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বর্তমান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম।
নিউজবিজয়২৪/এফএইচএন