প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ শেষে রোববারের (৪ আগস্ট) মধ্যে আটকদের মুক্তি ও সরকারকে পদত্যাগের দাবি জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে শহীদ মিনার এলাকা ছেড়েছেন শিক্ষার্থী-জনতা। এ সময় আগামী রোববার গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।
শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ শেষে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন আন্দোলনকারীরা।
এর আগে বৃষ্টি উপেক্ষা করে দুপুর আড়াইটার দিকে প্রেস ক্লাব থেকে শহীদ মিনারের উদ্দেশ্য দ্রোহযাত্রা শুরু করে শিক্ষক-জনতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। দ্রোহযাত্রার সভাপতিত্ব করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ।
নিউজবিজয়২৪/এফএইচএন