ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নতুন উপদেষ্টাদের বরণ করে নিতে প্রস্তুত সচিবালয়

বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায়। বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রীতি অনুযায়ী এ শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

নতুন উপদেষ্টাদের বরণ করে নিতে প্রস্তুত রয়েছে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়। সরকারি পরিবহণ পুল উপদেষ্টাদের জন্য গাড়ি প্রস্তুত করে রেখেছে।

এদিকে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিবরাসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা গত তিনদিন যাবৎ বঙ্গভবনে অফিস করছেন। মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছে।

সচিবালয়ে দেখা গেছে পরিচ্ছন্ন পরিবেশ। গত ১৫ বছরের সঙ্গে আজকের দৃশ্য সম্পূর্ণ বিপরীত। রাজনৈতিক দলের নেতানেত্রীর বিশাল বিশাল সেই ব্যানার-ফেস্টুনগুলো নেই। কর্মকর্তাদের কক্ষগুলোতেও আগের টানানো কোনো ছবি নেই।

দীর্ঘ ১৫ বছরের প্রবল রাজনৈতিক হাওয়া একদিনের ব্যবধানে পরিবর্তনে সন্তোষ প্রকাশ করে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এনটিভি অনলাইনকে বলেন, ‘এতোদিন পর মনে হচ্ছে এটি প্রশাসনের প্রাণকেন্দ্র। সচিবালয় তার প্রকৃত রূপে ফিরে এসেছে। গত ১৫ বছর সচিবালয় মূলত ক্ষমতাসীন রাজনৈতিক দলটির দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছিল। প্রজাতন্ত্রের কর্মকর্তাদের কেউ কেউ ব্যক্তিগত সুবিধা নিয়ে প্রশাসনিক রীতিনীতি পরিপন্থি কাজ করেছেন। আমরা চাই, প্রশাসন রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি না করে দেশ ও জনগণের জন্য কাজ করুক।’

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন একপর্যায়ে গণ-আন্দোলনে রূপ নেয়, প্রাণ দেয় কয়েকশ শিক্ষার্থী ও সাধারণ জনগণ। স্বৈরশাসক শেখ হাসিনা সরকার আন্দোলনকারীদের দমনে বাড়াবাড়ি রকমের শক্তি প্রয়োগ করে। এতে আরও বেগবান হয় শিক্ষার্থীদের আন্দোলন।
তীব্র আন্দোলনের মুখে গত সোমবার (৫ আগস্ট) বোন শেখ রেহানাকে নিয়ে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আত্মরক্ষা করেন শেখ হাসিনা।

আরও পড়ুন>>ঢাকায় পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গভবনে দোয়া ও মিলাদ

নতুন উপদেষ্টাদের বরণ করে নিতে প্রস্তুত সচিবালয়

প্রকাশিত সময় :- ০৩:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায়। বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রীতি অনুযায়ী এ শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

নতুন উপদেষ্টাদের বরণ করে নিতে প্রস্তুত রয়েছে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়। সরকারি পরিবহণ পুল উপদেষ্টাদের জন্য গাড়ি প্রস্তুত করে রেখেছে।

এদিকে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিবরাসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা গত তিনদিন যাবৎ বঙ্গভবনে অফিস করছেন। মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছে।

সচিবালয়ে দেখা গেছে পরিচ্ছন্ন পরিবেশ। গত ১৫ বছরের সঙ্গে আজকের দৃশ্য সম্পূর্ণ বিপরীত। রাজনৈতিক দলের নেতানেত্রীর বিশাল বিশাল সেই ব্যানার-ফেস্টুনগুলো নেই। কর্মকর্তাদের কক্ষগুলোতেও আগের টানানো কোনো ছবি নেই।

দীর্ঘ ১৫ বছরের প্রবল রাজনৈতিক হাওয়া একদিনের ব্যবধানে পরিবর্তনে সন্তোষ প্রকাশ করে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এনটিভি অনলাইনকে বলেন, ‘এতোদিন পর মনে হচ্ছে এটি প্রশাসনের প্রাণকেন্দ্র। সচিবালয় তার প্রকৃত রূপে ফিরে এসেছে। গত ১৫ বছর সচিবালয় মূলত ক্ষমতাসীন রাজনৈতিক দলটির দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছিল। প্রজাতন্ত্রের কর্মকর্তাদের কেউ কেউ ব্যক্তিগত সুবিধা নিয়ে প্রশাসনিক রীতিনীতি পরিপন্থি কাজ করেছেন। আমরা চাই, প্রশাসন রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি না করে দেশ ও জনগণের জন্য কাজ করুক।’

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন একপর্যায়ে গণ-আন্দোলনে রূপ নেয়, প্রাণ দেয় কয়েকশ শিক্ষার্থী ও সাধারণ জনগণ। স্বৈরশাসক শেখ হাসিনা সরকার আন্দোলনকারীদের দমনে বাড়াবাড়ি রকমের শক্তি প্রয়োগ করে। এতে আরও বেগবান হয় শিক্ষার্থীদের আন্দোলন।
তীব্র আন্দোলনের মুখে গত সোমবার (৫ আগস্ট) বোন শেখ রেহানাকে নিয়ে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আত্মরক্ষা করেন শেখ হাসিনা।

আরও পড়ুন>>ঢাকায় পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

নিউজবিজয়২৪/এফএইচএন