ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দেহদান করে অনন্য নজির স্থাপন করলেন তানভীর মোকাম্মেল

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত সময়:- ০৮:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • 240

ছবি: তানভীর মোকাম্মেল

মরণোত্তর দেহদান করেছেন চলচ্চিত্রকার ও লেখক তানভীর মোকাম্মেল। গত ১৭ জুন মঙ্গলবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগে আনুষ্ঠানিকভাবে দেহদানের অঙ্গীকারপত্রে সই করেন এই নন্দিত নির্মাতা।

তানভীর মোকাম্মেলের বর্তমান বয়স ৭০ বছর। তার দেহদানের অঙ্গীকারপত্রে লেখা হয়েছে যে, তানভীর মোকাম্মেলের মৃত্যুর পর তার মরদেহের যে কোনো অঙ্গ-প্রত্যঙ্গ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগে সংরক্ষণ, শিক্ষা-প্রশিক্ষণ, গবেষণা অথবা চিকিৎসায় ব্যবহারের অনুমতি দিয়েছেন। অঙ্গীকারপত্রটি গ্রহণ করেছেন মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ ফারহানা আমিন। ফেসবুকে অঙ্গীকারপত্রের ছবিটি পোস্ট করে চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল জানিয়েছেন, অ্যানাটমি বিভাগ কৃতজ্ঞচিত্তে তার অঙ্গীকারপত্র গ্রহণ করেছেন।

বেশ কয়েকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করেছেন তানভীর মোকাম্মেল। পেয়েছেন কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। তার নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘নদীর নাম মধুমতি’, ‘চিত্রা নদীর পারে’, ‘লালসালু’, ‘লালন’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলী’। তানভীর মোকাম্মেলের উল্লেখযোগ্য প্রামাণ্যচিত্র ‘দ্য গার্মেন্ট গার্ল অব বাংলাদেশ’, ‘রাইডার্স টু সুন্দরবনস’, ‘আ টেল অব দ্য যমুনা রিভার’ ইত্যাদি।

কবি জসীম উদদীনের কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’ অবলম্বনে একটি নতুন চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি সম্পন্ন করেছেন তানভীর মোকাম্মেল। শিগগিরই তিনি এ ছবির শুটিং শুরু করবেন। আগামী বছর ছবিটি মুক্তির কথা ভাবছেন এই নির্মাতা।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

ট্যাগ:-

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার মা-বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।
জনপ্রিয় সংবাদ

দেহদান করে অনন্য নজির স্থাপন করলেন তানভীর মোকাম্মেল

প্রকাশিত সময়:- ০৮:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

মরণোত্তর দেহদান করেছেন চলচ্চিত্রকার ও লেখক তানভীর মোকাম্মেল। গত ১৭ জুন মঙ্গলবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগে আনুষ্ঠানিকভাবে দেহদানের অঙ্গীকারপত্রে সই করেন এই নন্দিত নির্মাতা।

তানভীর মোকাম্মেলের বর্তমান বয়স ৭০ বছর। তার দেহদানের অঙ্গীকারপত্রে লেখা হয়েছে যে, তানভীর মোকাম্মেলের মৃত্যুর পর তার মরদেহের যে কোনো অঙ্গ-প্রত্যঙ্গ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগে সংরক্ষণ, শিক্ষা-প্রশিক্ষণ, গবেষণা অথবা চিকিৎসায় ব্যবহারের অনুমতি দিয়েছেন। অঙ্গীকারপত্রটি গ্রহণ করেছেন মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ ফারহানা আমিন। ফেসবুকে অঙ্গীকারপত্রের ছবিটি পোস্ট করে চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল জানিয়েছেন, অ্যানাটমি বিভাগ কৃতজ্ঞচিত্তে তার অঙ্গীকারপত্র গ্রহণ করেছেন।

বেশ কয়েকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করেছেন তানভীর মোকাম্মেল। পেয়েছেন কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। তার নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘নদীর নাম মধুমতি’, ‘চিত্রা নদীর পারে’, ‘লালসালু’, ‘লালন’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলী’। তানভীর মোকাম্মেলের উল্লেখযোগ্য প্রামাণ্যচিত্র ‘দ্য গার্মেন্ট গার্ল অব বাংলাদেশ’, ‘রাইডার্স টু সুন্দরবনস’, ‘আ টেল অব দ্য যমুনা রিভার’ ইত্যাদি।

কবি জসীম উদদীনের কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’ অবলম্বনে একটি নতুন চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি সম্পন্ন করেছেন তানভীর মোকাম্মেল। শিগগিরই তিনি এ ছবির শুটিং শুরু করবেন। আগামী বছর ছবিটি মুক্তির কথা ভাবছেন এই নির্মাতা।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন