ব্রজপাতে ৩ জেলায় অন্তত ৪ জন মারা গেছেন ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে মাদারীপুরে ২ জন, নরসিংদীতে ১ জন ও ঝালকাঠিতে ১ জন মারা গেছেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মারা গেছেন বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার (৩৫) এবং শেখপুর এলাকার জেলাউদ্দিন মুন্সীর ছেলে মো. রাশেদ মুন্সী (২৫)।
নিউজ বিজয় ২৪/এফএইচএন।