পাঁচ জেলায় বুধবার (১ জুন) সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৬ জন। নিহতদের মধ্যে রাজবাড়ীতে ছয়জন, খুলনায় দুইজন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম, রংপুর ও লক্ষ্মীপুরে একজন করে মারা যান।
রাজবাড়ী:
রাজবাড়ীতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন।
বুধবার (১ জুন) সকাল পৌনে ৯টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী চাঁদপুর ফায়ার স্টেশনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাংশা পুইজোরের অটোরিকশার চালক নাসির (৩২), একই এলাকার মরিয়ম (৪০), মসিরন বিবি ( ৬০), তার নাতি ইউসুফ আলী (৫), নয়ন (৮) ও নাতনি শিলা।
জানা গেছে, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে রাজবাড়ীগামী অটোরিকশা ও একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী এবং কালুখালী উপজেলা হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন নিহত হন।
রাজবাড়ী সদর ফায়ার স্টেশন কর্মকর্তা সরাজ মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। প্রাথমিকভাবে জানতে পেরেছেন নিহতরা সবাই অটোরিকশায় ছিলেন।
খুলনা:
খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও ভ্যানের ওপর উঠে যায় একটি যাত্রীবাহী বাস। এসময় তিনটি গাড়ি খাদে পড়ে যায়। এতে দুজন নিহত এবং আহত হয়েছেন অন্তত ১২ জন।
গতকাল বুধবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গুটুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরার তালা উপজেলার বাসিন্দা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আলী ওসমান (৩২) ও ডুমুরিয়া উপজেলার বাসিন্দা দিন মজুর আব্দুল খালেক (৬৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে তালা থেকে মোটরসাইকেলযোগে খুলনার দিকে আসছিলেন আলী ওসমান। পথে একটি ভ্যানকে ওভারটেক করছিলেন তিনি। এসময় খুলনা থেকে আসা যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও ভ্যানের ওপর উঠিয়ে দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হন বাসের ১২ যাত্রী। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়ায় সবজিবোঝাই একটি পিকআপের ধাক্কায় সাইফুল ইসলাম (২২) নামের এক সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুন) বেলা ১১টার দিকে লোহাগাড়ার চুনতি সরকারি মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ওই এলাকার আদর্শপাড়ার ফয়েজ আহমদের ছেলে।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন পিকআপচালক নুরুন্নবী ওরফে সোহেলকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে। আটক নুরুন্নবী চট্টগ্রাম মহানগরীর ষোলকবহর এলাকার নুর মোহাম্মদের ছেলে।
দোহাজারী হাইওয়ে থানার এটিএসআই শাহ মাহমুদুল করিম জানান, চট্টগ্রামগামী সবজিবোঝাই পিকআপ বাইসাইকেল আরোহী যুবককে পেছন দিকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে যান। এসময় চালক আবার তাকে চাপা দিলে গুরুতর জখম হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনাকবলিত পিকআপ, বাইসাইকেল ও আটক চালক হাইওয়ে থানা হেফাজতে রয়েছে বলে জানান তিনি।
রংপুর:
ডাক্তার দেখাতে যাওয়ার সময় ট্রাকের চাপায় বিথী বেগম নামে এক নারী (২২) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্বামী মাহমুদ শাহ রফিক (২৭) ও ছেলে রাইয়ান (৪ মাস) আফসান মনজিল।
বুধবার (১ জুন) বেলা সোয়া ১১টার দিকে রংপুরের গঙ্গাচড়ায় উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার পাইকান হাজিরপাড়া এলাকার মাহমুদ শাহ রফিক মোটরসাইকেলযোগে তার স্ত্রী বিথী বেগম ও ছেলে রাইয়ান আফসান মনজিলকে নিয়ে রংপুরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। পথে ট্রাকচাপায় বিথী ঘটনাস্থলেই মারা যান। তার স্বামী ও সন্তান রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১ জুন) সন্ধ্যায় লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কের কাচারিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের নতুন বেড়ির মাথার এলাকার নূর আলমের ছেলে। পেশায় তিনি ব্যবসায়ী।
পুলিশ ও স্বজনরা জানান, নিজ বাড়ি চররুহিতা থেকে মোটরসাইকেলযোগে আব্দুর রহিম লক্ষ্মীপুর বাজারে যাচ্ছিলেন। পথে কাচারিবাড়ি এলাকায় পৌঁছলে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার বলেন, ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি।