ব্যবসায়ীসহ সকলের স্বস্তি নিয়ে আসা-যাওয়ার নিশ্চয়তা দিতে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে থাকা ২৪টি স্থলবন্দরের সবগুলো আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই নির্দেশনা দেন বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই সভার পর সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী। বৈঠকে ভারতের সঙ্গে তামাবিল এবং আখাউড়া স্থল বন্দরের আধুনিকায়নে একটি প্রকল্প উপস্থাপন করা হয় জানিয়ে এম এ মান্নান বলেন, “এসময় প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে আমাদের প্রত্যেকটি স্থল বন্দরকেই আধুনিকায়নের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। “প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের লোকজন যারা যাওয়া-আসা করেন, ব্যবসায়ী বা অন্য যারা… যাওয়া-আসা করেন তারা যেন ভদ্রভাবে স্বস্তি নিয়ে আসা যাওয়া করতে পারেন।” আধুনিকায়নের ব্যাখ্যা দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, “আধুনিক স্থাপনা করতে হবে, আধুনিক সিস্টেম করতে হবে। উই মাস্ট বি এবল টু প্রোভাইড বেটার সার্ভিস টু আওয়ার পিপল।” তিনি বলেন, “আজকে যদিও এখানে দুটির কথা আসছে কিন্তু সকল স্থলবন্দরগুলোকে পর্যায়ক্রমে সংস্কার করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।” তামাবিল, আখাউড়া এবং সোনামসজিদ স্থলবন্দরের রাজস্ব আহরণ ব্যবস্থার উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য ৩১৩ কোটি টাকা ব্যয়ে আরও একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
নিউজ বিজয়/নজরুল
ব্রেকিং :-
দেশের সকল স্থলবন্দর আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- মোঃ নজরুল ইসলাম
- প্রকাশিত সময় :- ১০:১৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- 273
জনপ্রিয় সংবাদ