মাদক নিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে দেড় বছর কারাভোগ শেষে নিজ দেশে ফিরেছেন দিদারুল ইসলাম (২৬) নামের এক ভারতীয় নাগরিক।
আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট শূণ্য রেখায় বাংলা হিলি ইমিগ্রেশন পুলিশ ভারতীয় অভিবাস পুলিশের নিকট তাকে হস্তান্তর করেন।
দিদারুল ইসলাম ভারতের দক্ষিণ দিনাজপুরের ভিমপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে।
হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, দিদারুল ২০২২ সালের আগস্ট মাসে মাদকদ্রব্য নিয়ে জেলার পাশ্ববর্তী বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সদস্যের হাতে আটক হন। এরপর পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করলে আদালত তাকে দেড় বছরের সাজা প্রদান করে। সাজার মেয়াদ শেষে উভয় দেশের আনুষ্ঠানিকতা শেষে আজ তাকে ফেরত পাঠানো হয়।
নিউজবিজয়২৪/এফএইচএন