ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে মুক্তিযোদ্ধার বাসায় দুর্ধর্ষ ডাকাতি

দুমকির উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও দুমকী প্রেসক্লাবের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খানের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লুথ্যারান হেলথ কেয়ার হাসপাতাল সংলগ্ন বাসায় এ ডাকাতি সংগঠিত হয়।
সূত্র জানায়, পাকা ভবনে গভীর রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল ধারালো অস্ত্রসহ বাসায় ঢুকে পরিবারের সবাইকে মারধর করে হাতমুখ ও চোখ বেঁধে স্বর্নালঙ্কার, নগদ টাকা, দলিল পত্র, ব্যাংকের কাগজ পত্র, মোবাইল ও মূল্যবান মালামাল নিয়ে দ্রুত চলে যায়।
ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আঃ মজিদ খান বলেন,  বাসায় রক্ষিত ভাই বোন, মেয়ে ও ভাইদের স্ত্রীদের স্বর্নালংকার  আমার বাসায় স্ত্রীর কাছে গচ্ছিত ছিল। সবমিলিয়ে সাড়ে ২৭ভরি স্বর্ণালঙ্কার, নগদ পাঁচ লক্ষাধিক টাকা, দলিলপত্র, বিভিন্ন ব্যাংকের চেক, ৪টি মোবাইল ও মুল্যবান কাগজপত্র নিয়ে গেছে। ভুক্তভোগীর বড় ছেলে শাওন ৯৯৯ এ ফোন করলে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই ডাকাত চক্র পালিয়ে যায়।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার মা-বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।
জনপ্রিয় সংবাদ

ইতিহাসের এই দিনে: ১৫ জুলাই-২০২৫

দুমকিতে মুক্তিযোদ্ধার বাসায় দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশিত সময়:- ০৭:২৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

দুমকির উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও দুমকী প্রেসক্লাবের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খানের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লুথ্যারান হেলথ কেয়ার হাসপাতাল সংলগ্ন বাসায় এ ডাকাতি সংগঠিত হয়।
সূত্র জানায়, পাকা ভবনে গভীর রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল ধারালো অস্ত্রসহ বাসায় ঢুকে পরিবারের সবাইকে মারধর করে হাতমুখ ও চোখ বেঁধে স্বর্নালঙ্কার, নগদ টাকা, দলিল পত্র, ব্যাংকের কাগজ পত্র, মোবাইল ও মূল্যবান মালামাল নিয়ে দ্রুত চলে যায়।
ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আঃ মজিদ খান বলেন,  বাসায় রক্ষিত ভাই বোন, মেয়ে ও ভাইদের স্ত্রীদের স্বর্নালংকার  আমার বাসায় স্ত্রীর কাছে গচ্ছিত ছিল। সবমিলিয়ে সাড়ে ২৭ভরি স্বর্ণালঙ্কার, নগদ পাঁচ লক্ষাধিক টাকা, দলিলপত্র, বিভিন্ন ব্যাংকের চেক, ৪টি মোবাইল ও মুল্যবান কাগজপত্র নিয়ে গেছে। ভুক্তভোগীর বড় ছেলে শাওন ৯৯৯ এ ফোন করলে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই ডাকাত চক্র পালিয়ে যায়।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন