ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দুনিয়া ও আখেরাতের ফেতনা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা

  • ইসলাম ডেস্ক
  • "নিউজ বিজয়: এক দশকের মাইলফলক" প্রকাশিত সময় : ১২:৪৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • 22

দুনিয়া ও আখেরাতের ফেতনা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা দোয়া মুমিনের সম্বল

আয়েশা (রা.) থেকে বর্ণিত নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দোয়া করতেন,

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْمَغْرَمِ وَالْمَأْثَمِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ وَفِتْنَةِ النَّارِ وَعَذَابِ الْقَبْرِ، وَشَرِّ فِتْنَةِ الْغِنَى، وَشَرِّ فِتْنَةِ الْفَقْرِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا، كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ ‏

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাগরামি ওয়াল মাসআমি। আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আযাবিন-নার, ওয়া ফিতনাতিন-নার, ওয়া আযাবিল কবর ওয়া শাররি ফিতনাতিল গিনা ওয়া শাররি ফিতনাতিল ফাকর, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ-দাজ্জাল। আল্লাহুম্মাগসিল খাতায়ায়া বিমাইস-সালজি ওয়াল বারাদি। ওয়া নাক্কি কালবি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ্ দানাস। ওয়া বাইদ বাইনী ওয়া বাইন খাতায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব।

অর্থ: হে আল্লাহ! আমি অলসতা, অতি বার্ধক্য, ঋণ আর পাপ থেকে আপনার আশ্রয় চাই। হে আল্লাহ! আমি আপনার আশ্রয় চাই জাহান্নামের আজাব, জাহান্নামের ফিতনা, কবরের আজাব, প্রাচুর্যের ফিতনার কুফল, দারিদ্রের ফিতনার কুফল এবং মাসীহ দাজ্জালের ফিতনা থেকে। হে আল্লাহ! আপনি আমার সমুদয় গুনাহ বরফ ও শীতল পানি দিয়ে ধুয়ে দিন। আমার অন্তর যাবতীয় পাপ থেকে পরিচ্ছন্ন করুন, যেভাবে সাদা কাপড় ময়লা থেকে পরিচ্ছন্ন করা হয়। আমার ও আমার গুনাহ সমূহের মধ্যে এতটা দূরত্ব তৈরি করে দিন যতটা দূরত্ব আপনি পূর্ব ও পশ্চিম প্রান্তের মধ্যে তৈরি করেছেন। (সহিহ বুখারি)

নবিজি (সা.) এ দোয়ায় দুনিয়া ও আখেরাতের যাবতীয় অকল্যাণ ও ফিতনা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করেছেন। সুন্দর এই দোয়াটি আমরা নামাজের পরে বা নামাজের ভেতরে শেষ বৈঠকে তাশাহুদ ও দরুদের পর পড়তে পারি।

নামাজের শেষ বৈঠকে দোয়া

ফরজ বা নফল নামাজের শেষ বৈঠকে দরুদ পড়ার পর দোয়া মাসুরা বা কোরআন-হাদিসে বর্ণিত রয়েছে এমন কোনো দোয়া পড়া মুস্তাহাব। কেউ চাইলে দরুদ পড়ার পর এ রকম একাধিক দোয়াও পড়তে পারে।

নামাজে নিজের মাতৃভাষায় বা অন্য যে কোনো ভাষায় মানুষের রচিত দোয়া করা যাবে না। দোয়া মাসুরা বা কোরআন হাদিসে বর্ণিত কোনো দোয়ার অনুবাদও নামাজে পড়া যাবে না। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মানুষের কথা নামাজের মধ্যে অন্তর্ভুক্ত করতে নিষেধ করেছেন। রাসুল (সা.) বলেছেন, নামাজ মানুষের কথাবার্তা বলার ক্ষেত্র নয়। এটা শুধু তাসবিহ, তাকবির ও কোরআন তিলাওয়াতের জন্য সুনির্দিষ্ট। (সহিহ মুসলিম)

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

সংবাদটি আপনার ফেসবুকে শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ইতিহাসের এই দিনে: ৭ ফেব্রুয়ারি-২০২৫

দুনিয়া ও আখেরাতের ফেতনা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা

"নিউজ বিজয়: এক দশকের মাইলফলক" প্রকাশিত সময় : ১২:৪৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

দুনিয়া ও আখেরাতের ফেতনা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা দোয়া মুমিনের সম্বল

আয়েশা (রা.) থেকে বর্ণিত নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দোয়া করতেন,

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْمَغْرَمِ وَالْمَأْثَمِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ وَفِتْنَةِ النَّارِ وَعَذَابِ الْقَبْرِ، وَشَرِّ فِتْنَةِ الْغِنَى، وَشَرِّ فِتْنَةِ الْفَقْرِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا، كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ ‏

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাগরামি ওয়াল মাসআমি। আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আযাবিন-নার, ওয়া ফিতনাতিন-নার, ওয়া আযাবিল কবর ওয়া শাররি ফিতনাতিল গিনা ওয়া শাররি ফিতনাতিল ফাকর, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ-দাজ্জাল। আল্লাহুম্মাগসিল খাতায়ায়া বিমাইস-সালজি ওয়াল বারাদি। ওয়া নাক্কি কালবি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ্ দানাস। ওয়া বাইদ বাইনী ওয়া বাইন খাতায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব।

অর্থ: হে আল্লাহ! আমি অলসতা, অতি বার্ধক্য, ঋণ আর পাপ থেকে আপনার আশ্রয় চাই। হে আল্লাহ! আমি আপনার আশ্রয় চাই জাহান্নামের আজাব, জাহান্নামের ফিতনা, কবরের আজাব, প্রাচুর্যের ফিতনার কুফল, দারিদ্রের ফিতনার কুফল এবং মাসীহ দাজ্জালের ফিতনা থেকে। হে আল্লাহ! আপনি আমার সমুদয় গুনাহ বরফ ও শীতল পানি দিয়ে ধুয়ে দিন। আমার অন্তর যাবতীয় পাপ থেকে পরিচ্ছন্ন করুন, যেভাবে সাদা কাপড় ময়লা থেকে পরিচ্ছন্ন করা হয়। আমার ও আমার গুনাহ সমূহের মধ্যে এতটা দূরত্ব তৈরি করে দিন যতটা দূরত্ব আপনি পূর্ব ও পশ্চিম প্রান্তের মধ্যে তৈরি করেছেন। (সহিহ বুখারি)

নবিজি (সা.) এ দোয়ায় দুনিয়া ও আখেরাতের যাবতীয় অকল্যাণ ও ফিতনা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করেছেন। সুন্দর এই দোয়াটি আমরা নামাজের পরে বা নামাজের ভেতরে শেষ বৈঠকে তাশাহুদ ও দরুদের পর পড়তে পারি।

নামাজের শেষ বৈঠকে দোয়া

ফরজ বা নফল নামাজের শেষ বৈঠকে দরুদ পড়ার পর দোয়া মাসুরা বা কোরআন-হাদিসে বর্ণিত রয়েছে এমন কোনো দোয়া পড়া মুস্তাহাব। কেউ চাইলে দরুদ পড়ার পর এ রকম একাধিক দোয়াও পড়তে পারে।

নামাজে নিজের মাতৃভাষায় বা অন্য যে কোনো ভাষায় মানুষের রচিত দোয়া করা যাবে না। দোয়া মাসুরা বা কোরআন হাদিসে বর্ণিত কোনো দোয়ার অনুবাদও নামাজে পড়া যাবে না। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মানুষের কথা নামাজের মধ্যে অন্তর্ভুক্ত করতে নিষেধ করেছেন। রাসুল (সা.) বলেছেন, নামাজ মানুষের কথাবার্তা বলার ক্ষেত্র নয়। এটা শুধু তাসবিহ, তাকবির ও কোরআন তিলাওয়াতের জন্য সুনির্দিষ্ট। (সহিহ মুসলিম)

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন