ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিভে গেল তিনটি তরতাজা প্রাণ

দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) সকাল ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের ফুলবাড়ী উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩২) এবং একই উপজেলার মোতালেব হোসেন (৩৩) ও আলম মিয়া (২৮)।
এদের মধ্যে দুই বন্ধু সাজু ইসলাম ও মোতালেব হোসেন ঢাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

সূত্র জানায়, সাজু ইসলাম ও মোতালেব হোসেন দুই বন্ধু। তারা ঈদের আগে মোটরসাইকেলযোগে ঢাকা থেকে দিনাজপুরে ফিরেছিলেন। মঙ্গলবার ভোর সকালে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ঢাকায় ফেরার জন্য কাহারোল থেকে মোটরসাইকেল নিয়ে ফুলবাড়ী অভিমুখে রওনা দেন।
পথে ডাঙ্গাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোতালেব হোসেনের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোটরসাইকেলের চালক সাজু ইসলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল।

এদিকে সোমবার (১৬ জুন) রাত ১টার দিকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া-বাজিতপুর ব্রিজের পূর্বপার্শ্বে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক আলম মিয়া (২৮) ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। নিহত আলম মিয়া পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর প্রধানপাড়া এলাকার হায়দার আলীর ছেলে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার মা-বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিভে গেল তিনটি তরতাজা প্রাণ

প্রকাশিত সময়:- ০৭:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) সকাল ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের ফুলবাড়ী উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩২) এবং একই উপজেলার মোতালেব হোসেন (৩৩) ও আলম মিয়া (২৮)।
এদের মধ্যে দুই বন্ধু সাজু ইসলাম ও মোতালেব হোসেন ঢাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

সূত্র জানায়, সাজু ইসলাম ও মোতালেব হোসেন দুই বন্ধু। তারা ঈদের আগে মোটরসাইকেলযোগে ঢাকা থেকে দিনাজপুরে ফিরেছিলেন। মঙ্গলবার ভোর সকালে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ঢাকায় ফেরার জন্য কাহারোল থেকে মোটরসাইকেল নিয়ে ফুলবাড়ী অভিমুখে রওনা দেন।
পথে ডাঙ্গাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোতালেব হোসেনের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোটরসাইকেলের চালক সাজু ইসলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল।

এদিকে সোমবার (১৬ জুন) রাত ১টার দিকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া-বাজিতপুর ব্রিজের পূর্বপার্শ্বে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক আলম মিয়া (২৮) ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। নিহত আলম মিয়া পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর প্রধানপাড়া এলাকার হায়দার আলীর ছেলে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন