দিনাজপুরের চিরিরবন্দরে বৃষ্টিতে ভিজে দেওয়াল ভেঙে চাপা পড়ে সামসুন নাহার (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ মে) সকাল ৬টার দিকে উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামসুন নাহার ওই গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
ভিয়াইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য (মেম্বার) মিজানুর রহমান জানান, প্রতিদিনের মতো সামসুন নাহার ঘুম থেক উঠে গৃহস্থালির কাজ করছিলেন। সকাল ৬টার দিকে থালাবাসন পরিষ্কার করার জন্য টিউবওয়েল পাড়ে যান তিনি। থালাবাসন পরিষ্কারের একপর্যায়ে বৃষ্টিতে ভিজে যাওয়া মাটির দেওয়াল তার ওপর ভেঙে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।