ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে ট্রাকচাপায় ইউপি সদস্যসহ নিহত ৩

  • দিনাজপুর :-
  • প্রকাশিত সময় :- ১১:৪৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • 313
 
   NewsBijoy24.Com সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিরল থানার ওসি ফখরুল ইসলাম।

নিহতরা হলেন-ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভাংবাড়ী গ্রামের সাদ বিন ওসমান (২৪), একই গ্রামের তামিম ইসলাম (২৫) এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের ছোট বালিহারা গ্রামের রাকিব হাসান চৌধুরী (৪৪)। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রাতে একটি প্রাইভেট কারে চালক রিয়াজুল ইসলাম, ওসমান, তার মা জরিনা বেগম ও তামিম দিনাজপুর শহর থেকে রানীশংকৈলের ভাংবাড়ী গ্রামে যাচ্ছিলেন। বিরলের রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে আসলে গাড়ির তেল ফুরিয়ে যায়। পরে ওসমান ও তামিম সেখান থেকে দেড় কিলোমিটার দূরে একটি পাম্প থেকে তেল কিনে কোনো যানবাহন না পেয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ইউপি সদস্য রাকিব মোটরসাইকেল নিয়ে মঙ্গলপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পরে মোটরসাইকেলে ওসমান ও তামিমকে নিয়ে রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে নামানোর জন্য রওনা দেন রাকিব। গন্তব্যের কাছাকাছি আসার পর পেছন থেকে ধানবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি ফখরুল। তিনি এও জানান, এ ঘটনায় মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ঘন কুয়াশার চাদরে মোড়া কুড়িগ্রাম, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি

দিনাজপুরে ট্রাকচাপায় ইউপি সদস্যসহ নিহত ৩

প্রকাশিত সময় :- ১১:৪৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
 
   NewsBijoy24.Com সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিরল থানার ওসি ফখরুল ইসলাম।

নিহতরা হলেন-ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভাংবাড়ী গ্রামের সাদ বিন ওসমান (২৪), একই গ্রামের তামিম ইসলাম (২৫) এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের ছোট বালিহারা গ্রামের রাকিব হাসান চৌধুরী (৪৪)। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রাতে একটি প্রাইভেট কারে চালক রিয়াজুল ইসলাম, ওসমান, তার মা জরিনা বেগম ও তামিম দিনাজপুর শহর থেকে রানীশংকৈলের ভাংবাড়ী গ্রামে যাচ্ছিলেন। বিরলের রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে আসলে গাড়ির তেল ফুরিয়ে যায়। পরে ওসমান ও তামিম সেখান থেকে দেড় কিলোমিটার দূরে একটি পাম্প থেকে তেল কিনে কোনো যানবাহন না পেয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ইউপি সদস্য রাকিব মোটরসাইকেল নিয়ে মঙ্গলপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পরে মোটরসাইকেলে ওসমান ও তামিমকে নিয়ে রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে নামানোর জন্য রওনা দেন রাকিব। গন্তব্যের কাছাকাছি আসার পর পেছন থেকে ধানবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি ফখরুল। তিনি এও জানান, এ ঘটনায় মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজবিজয়/এফএইচএন