দিঘলিয়া বাজার ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ পাওয়া গেছে। কিছু অভিযোগ স্থানীয় কিছু অভিযোগ কমিটির নেতৃত্বের।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি বাজারটি এ জনপদের প্রাচীন ঐতিহ্য সম্বলিত একটি বাজার। এ বাজারকে ঘিরে রয়েছে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ। সেনহাটি এ বাজারটি পাঁচ একর জমির উপর প্রায় ৫ শতাধিক হোল্ডিংয়ের উপর প্রতিষ্ঠিত হয়। কালের বিবর্তনে বাজারটির অস্তিত্ব ও নকশা খাটো হয়ে গেছে। সরকারি জমির রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত সেনহাটি ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা ভূমি অফিস থেকে পাওয়া যায়নি। এ বাজারের ৫ শতাধিক হোল্ডিং বর্তমানে এসে দাঁড়িয়েছে ৩৯৭ টি। যার অধিকাংশ হোল্ডিংয়ের সঠিকভাবে খাজনা পরিশোধ করা হয়না। যারাই হোল্ডিংগুলো দখল করে আছে তারা ট্রেড লাইসেন্স করেনা বা নবায়ন করেনা। যে কারণে সরকার প্রতি বছর লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে।
এদিকে শ্রম অধিদপ্তরের প্রেরিত পত্র মারফত জানা যায়, বাজারগুলোর নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান শ্রম অধিদপ্তরের পক্ষ থেকে সেনহাটি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে এক পত্র প্রেরণ করেছেন। যার স্মারক নং ৪০.০২.০০০০.১০৩.৩৪.২৩১৭.৯৭-৬৪৮ তারিখ ১৫/০৫/২০২৫ ইং। খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে প্রত্যেক রেজিষ্ট্রিকৃত ট্রেড ইউনিয়ন প্রতি বছরেরমআয়-ব্যয় এবং সম্পদ ও আয়ের হিসাব সম্বলিত একটি সাধারণ বিবরণী প্রচলিত বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে প্রস্তুত ও নিরীক্ষা করে পরবর্তী বছরের ৩০ এপ্রিলের মধ্যে রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স এর দপ্তরে দাখিল বিধান থাকলেও ২০১৯ – ২০২৩ সালের বার্ষিক রিটার্ন প্রেরণ করা হয়নি। ফলে বাংলাদেশ শ্রম আইনে (সংশোধিত-২০১৮) এর ২০১(১) নং ধারা বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ এর ১৭৬(১) নং বিধি এবং ট্রেড ইউনিয়নের বিদ্যমান গঠন্তন্ত্রের ১৩ নং ধারা লঙ্ঘন করা হয়েছে।
ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির মেয়াদ গত ২৮/০২/২০২৫ ইং তারিখে উত্তীর্ণ হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও অদ্যবধি নির্বাচন অনুষ্ঠান না করায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬(সংশোধিত-১৮) এর ১৭৯(১)(ঞ) ধারা এবং ট্রেড ইউনিয়নের বিদ্যমান গঠনতন্ত্রের ১৮ নং ধারা লঙ্ঘিত হয়েছে।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত-২০) এর ৩১৭(৪)(ঘ) ধারা এবং বাংলাদেশের মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং ৭৩৭২/২০১১ এবং ৪৩১৬/২০১৪ এর আদেশ মোতাবেক ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচন রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া আবশ্যক।
তিনি সেনহাটি বাজারের ট্রেড ইউনিয়নের ২০১৮ হতে ২০২৪ সালের রিটার্ণ এ পত্র প্রেরণের ৩০ দিনের মধ্যে দাখিল করতঃ আগামী ৪৫ দিনের মধ্যে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের জন্য তাগিদ করেছেন।বর্তমান দায়িত্বে ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহ উদ্দিন এর সাথে যোগাযোগ করলে বলেন,আয় কর রিটার্ন ৪৫ দিন সময় আমাদের বেঁধে দিয়েছে আমরা পরিশোধ করব এবং যে সকল দোকান ঘর ট্রেড লাইসেন্স রেনু করেননি ট্রেড লাইসেন্স রেনু করার জন্য মাইকিং করা হবে। বাজারের হোল্ডিংগুলো শনাক্তকরণ অবৈধ দখল থেকে উদ্ধারসহ সব সমস্যা ও অনিয়মের তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে বিজ্ঞমহল অভিমত ব্যক্ত করেছেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন