
দিঘলিয়া থানাধীন গাজিরহাট ইউনিয়নে আবালগাতী গ্রাম হইতে সকাল ৯.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজ শেখ (২৪) পিতা- মুনসুর শেখ,সাং- আবালগাতী, থানা- দিঘলিয়া, জেলা- খুলনা কে ৪০ গ্রাম গাঁজাসহ গাজিরহাট ফাঁড়ির পুলিশ আটক করে। এই বিষয়ে দিঘলিয়া থানায় পুলিশ বাদী হয়ে মাদক মামলা দায়ের করা হয়। দিঘলিয়া থানার মামলা নং-০৫ তাং-৭/০৪/২৩ ইং । এ বিষয়ে জানতে চাইলে দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার বলেন কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না, অভিযান অব্যাহত থাকবে, দিঘলিয়াকে মাদকমুক্ত করতে রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুধীজন ও সাংবাদিকবৃন্দদের সহযোগিতা কামনা করেন।