দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার সাহেবের দিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) তফসীর উদ্দিন এর সহযোগীতায় এসআই(নিঃ) নিপুন বোস, সঙ্গীয় এএসআই(নিঃ) মোঃ জাহিদুল ইসলাম, এএসআই(নিঃ) শ্রী সাধন কুমার বিশ^াস, কং/১৯৮৭ মোঃ আনোয়ার হোসেন, কং/১০৭৩ বেলাল হোসাইন এবং কং/৬৪৮ মোঃ শামীম রেজাসহ দিঘলিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে দিঘলিয়া থানার মামলা নং—০২, তারিখ—৬/১২/২০০৭, ধারা—৩০২/৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড, জিআর—১০৪/০৭, দায়রা নং—৪১৪/০৯ এর পলাতক আসামী—তৌহিদুল মুন্সী(৪০) পিতা—মোঃ হামিদ মুন্সী, সাং—লাখোহাটি, থানা—দিঘলিয়া, জেলা—খুলনা’কে ৪ এপ্রিল ভোর অনুমান ৪টার সময় যশোর জেলার কেশবপুর থানাধীন ত্রিমহনী ইউনিয়নের চাদরা গ্রামের আসামীর শ^শুর বাড়ী হতে গ্রেফতার করে। উক্ত আসামীকে বিজ্ঞ আদালত উল্লেখিত মামলায় দোষী সাবস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫ পাঁচ হাজার টাকা জরিমানা। সাথে ৩৭৯/৪১১ পেনাল কোড ধারায় দোষী সাবস্ত করে আরো ২ বছর সশ্রম কারাদন্ড ও ২ দুই হাজার টাকা জরিমানা প্রদান করিয়াছেন।
আরও পড়ুন>>হিলিতে বসত ঘরে উল্টে গেলো ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন তিন জন
নিউজবিজয়২৪/এফএইচএন