ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দিঘলিয়ায় শেখ হাসিনার গোডাউন ও রেস্ট হাউজ ভাঙচুর

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্ৰামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের নামীয় সম্পত্তিতে গড়ে তোলেন শেখ হাসিনা নামে পাট গোডাউন ও রেস্ট হাউসে ভাঙচুর চালিয়েছে স্থানীয় জনগণ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে বিক্ষুব্ধ জনতা রেস্ট হাউস ও গোডাউনে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন খুলনার দিঘলিয়া নগরঘাট সংলগ্ন ভৈরব নদীর তীরে মায়ের স্মৃতিবিজড়িত সম্পত্তি এবং তার উপর নির্মিত গোডাউন ঘুরে ঘুরে দেখা যান। এ সময়  তার কাছে দিঘলিয়া থেকে চন্দনীমহল পর্যন্ত সড়কের প্রস্তাবনা উত্থাপিত হলে তিনি তাতে সম্মতি প্রদান করেন কিন্তু পরবর্তীতে সড়কটি নির্মানের কোন প্রকার অগ্রগতি দেখা যায়নি।

জানা যায়, পাকিস্তান আমলে শেখ মুজিবুর রহমান তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে খুলনার দিঘলিয়ার ভৈরব নদের পাশে নগরঘাট এলাকায় ১ একর ৪৪ শতক (৪ বিঘা) জমিতে পাট গুদাম ও এক কক্ষের ঘরসহ জমি কেনেন। ওই জমিতে নির্মাণ করা হয় পাট গোডাউন যা বর্তমানে ‘শেখ হাসিনার গোডাউন’ নামে পরিচিত।

দিঘলিয়ায় এ ৪ বিঘা জমির কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও জানতেন না। ২০০৭ সালে তার ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে ওই জমির কথা জানতে পারেন। শেখ মুজিবের জীবদ্দশায় পাটের গুদাম ও এক কক্ষের আধাপাকা ঘর ছিল ওই জমিতে। পরে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ওই বাড়ি পুনঃসংস্কার করে শেখ হাসিনাকে বুঝিয়ে দেন। এর পর থেকে পাটের গোডাউন ভাড়া দিতেন শেখ হাসিনা।

২০২৩ সালের ০৬ জানুয়ারি ব্যাক্তিগত সফরে খুলনার দিঘলিয়া উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাট গোডাউন দেখতে আসেন, এসময় তিনি ৪০ মিনিট অবস্থান করে পাটগুদাম ও রেষ্ট হাউজ ঘুরে দেখেন। এসময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, শেখ হেলাল উদ্দীন এমপি, শেখ সালাহউদ্দিন জুয়েল, শেখ তন্ময় এমপি, সহ পরিবারের অন্যান্য সদস্যরা।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ইতিহাসের এই দিনে: ১৭ মার্চ: ২০২৫

দিঘলিয়ায় শেখ হাসিনার গোডাউন ও রেস্ট হাউজ ভাঙচুর

প্রকাশিত সময়:- ১১:৪২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্ৰামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের নামীয় সম্পত্তিতে গড়ে তোলেন শেখ হাসিনা নামে পাট গোডাউন ও রেস্ট হাউসে ভাঙচুর চালিয়েছে স্থানীয় জনগণ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে বিক্ষুব্ধ জনতা রেস্ট হাউস ও গোডাউনে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন খুলনার দিঘলিয়া নগরঘাট সংলগ্ন ভৈরব নদীর তীরে মায়ের স্মৃতিবিজড়িত সম্পত্তি এবং তার উপর নির্মিত গোডাউন ঘুরে ঘুরে দেখা যান। এ সময়  তার কাছে দিঘলিয়া থেকে চন্দনীমহল পর্যন্ত সড়কের প্রস্তাবনা উত্থাপিত হলে তিনি তাতে সম্মতি প্রদান করেন কিন্তু পরবর্তীতে সড়কটি নির্মানের কোন প্রকার অগ্রগতি দেখা যায়নি।

জানা যায়, পাকিস্তান আমলে শেখ মুজিবুর রহমান তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে খুলনার দিঘলিয়ার ভৈরব নদের পাশে নগরঘাট এলাকায় ১ একর ৪৪ শতক (৪ বিঘা) জমিতে পাট গুদাম ও এক কক্ষের ঘরসহ জমি কেনেন। ওই জমিতে নির্মাণ করা হয় পাট গোডাউন যা বর্তমানে ‘শেখ হাসিনার গোডাউন’ নামে পরিচিত।

দিঘলিয়ায় এ ৪ বিঘা জমির কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও জানতেন না। ২০০৭ সালে তার ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে ওই জমির কথা জানতে পারেন। শেখ মুজিবের জীবদ্দশায় পাটের গুদাম ও এক কক্ষের আধাপাকা ঘর ছিল ওই জমিতে। পরে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ওই বাড়ি পুনঃসংস্কার করে শেখ হাসিনাকে বুঝিয়ে দেন। এর পর থেকে পাটের গোডাউন ভাড়া দিতেন শেখ হাসিনা।

২০২৩ সালের ০৬ জানুয়ারি ব্যাক্তিগত সফরে খুলনার দিঘলিয়া উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাট গোডাউন দেখতে আসেন, এসময় তিনি ৪০ মিনিট অবস্থান করে পাটগুদাম ও রেষ্ট হাউজ ঘুরে দেখেন। এসময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, শেখ হেলাল উদ্দীন এমপি, শেখ সালাহউদ্দিন জুয়েল, শেখ তন্ময় এমপি, সহ পরিবারের অন্যান্য সদস্যরা।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন