দিঘলিয়ায় মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষ ; নারী পুরুষ সহ আহত ৫
খুলনা দিখালিয়া ৬ ই মার্চ বৃহঃপতিবার আনু: বেলা ২টার দিকে দিঘলিয়ার ফরমায়েশ খানা কাঠাল তলা এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল চালক ও ইজিবাইক এ থাকা ১ নারী সহ ৫ যাত্রী মারাত্মক আহত হয়।
গুরুতর আহতদের ঘটনার সাথে সাথে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে আহত তিন জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসা প্রদান করা হয়।
এঘটনায় আহতরা হলেন,১। হাসানুর (২২),২। মহিউদ্দিন( ৪২) ৩। আমজাদ (১৭) ৪। ফারহানা ( ৪২) ৫। হান্নান ( ৫৩ )দুর্ঘটনার বিষয়টি দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন নিশ্চিত করেছেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন