খুলনা দিঘলিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় কমিটির সভা সোমবার ২৫ সেপ্টেম্বর সকালে ১১ টায় অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মাদকের বিরুদ্ধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। আসন্ন দূর্গা পূজা উৎসব মূখর পরিবেশে উৎযাপন করতে পারে এ জন্য সকলের সহযোগিতার আহ্বান জানান। এছাড়া নগরঘাট-রেলিগেট ফেরিঘাটে অতিরিক্ত টোল বন্ধে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফেরিঘাটের অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি সকলকে নিজ নিজ জায়গা থেকে কাজ করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, মুক্তিযুদ্ধা গাজী আজগর আলী, সরকারি এম এ মজিদ ডিগ্রী কলেজের অধ্যক্ষের প্রতিনিধি স্বপন কুমার, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহাবুব আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, মৎস্য কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলাম, দিঘলিয়া এমএ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়য়ের প্রধান মোঃ আমিরুল ইসলাম , সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, ,দিঘলিয়া প্রেস ক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক,খানজাহান আলী থানার প্রতিনিধি এস আই আলগীর হোসেন আড়ংঘাটা থানার শহিদুল ইসলাম , বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ সহ সুধীজন উপস্থিত ছিলেন।
নিউজবিজয়/এফএইচএন