
দিঘলিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দুটি গাজার গাছ ও ১২০ গ্রাম গাঁজা সহ চারজনকে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ। সূত্র মতে গোপন সংবাদের ভিত্তিতে গত১৪/০৪/২০২৩ তারিখে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকারের নির্দেশে থানা পুলিশ ও থানাধীন সেনহাটি পুলিশ ক্যাম্প এর যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী ১.মোঃ হাবিব শিকদার (২৩), পিতা- মোঃ শুকুর শিকদার,সাং- সেনহাটি মসজিদ পাড়া, থানা- দিঘলিয়া, জেলা- খুলনাকে ৫০ গ্রাম গাঁজা সহ, মাদক ব্যবসায়ী ২. লিটু শেখ (২৮), পিতা- নেকবার শেখ,সাং- সেনহাটি মসজিদ পাড়া, থানা- দিঘলিয়া, জেলা-খুলনাকে ৫০গ্রাম গাঁজা সহ এবং মাদক ব্যবসায়ী ৩. মোঃ আরমান খান(২৫), পিতা-নুর ইসলাম খান,সাং- সেনহাটি (০১নং কলোনি) থানা-দিঘলিয়া জেলা-খুলনাকে ২০গ্রাম গাঁজা সর্বমোট ১২০ গ্রাম গাঁজাসহ আটক করেন। এছাড়াও মাদক ব্যবসায়ী ৪. মোঃ সাজ্জাদুজ্জামান (২৪), পিতা- মোঃ ফরহাদুজ্জামান, সাং- মধুপুর, থানা- তেরখাদা, জেলা-খুলনা, বর্তমান ঠিকানা – সেনহাটি পশ্চিমপাড়া, থানা-দিঘলিয়া, জেলা-খুলনাকে ০২টি গাঁজা গাছ সহ আটক করেন, যার ওজন আনুমানিক ৫০০ গ্রাম।
উক্ত ঘটনায় দিঘলিয়া থানায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়,দিঘলিয়া থানার মামলা নং- ৭, তারিখ: ১৪/০৪/২০২৩ এবং দিঘলিয়া থানার মামলা নং- ৮, তারিখ-১৫/০৪/২০২৩। এ বিষয়ে জানতে চাইলে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার এ প্রতিবেদককে জানান দিঘলিয়া থানা মাদক মুক্ত করতে আমি যতদিন এ থানায় আছি ততদিন অভিযান অব্যাহত রাখবো কোনো ছাড় দেওয়া হবে না।