খুলনা দিঘলিয়া আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দিঘলিয়া উপজেলা পরিষদ নিবার্চনে সাবেক সফল চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম এর আনারস মার্কার সমর্থনে উঠান বৈঠকে জনতার ঢল নামতে দেখা গেছে। জনসমর্থন এবং জনপ্রিয়তা নিয়ে শেখ মারুফুল ইসলাম ব্যাপক সাড়াও পাচ্ছেন বলে জনগণ মত প্রকাশ করেছেন।
জানা যায়, চেয়ারম্যান প্রার্থী শেখ মারুফুল ইসলাম আনারস মার্কা নিয়ে গ্রামীণ জনপদের পাড়া মহল্লায় গরম এবং ঝড় বৃষ্টি উপেক্ষা করে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার আত্মীয় -স্বজন,কর্মী, সমর্থকরা প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছেন।
উপজেলার ছয়টি ইউনিয়নের সর্বত্র আনারস প্রতীকের পক্ষে শত শত তরুণ ও যুবসমাজ মাঠে নেমেছেন। তারা উপজেলার সকল হাট বাজার, পাড়া-মহল্লা এবং মানুষের দ্বারে দ্বারে গিয়ে আনারস প্রতীকের পক্ষেপ্রকাশ্যে বা নীরবে কাজ করে যাচ্ছেন।
ভোটাররা জানান, ‘শেখ মারুফুল ইসলাম একজন সফল উপজেলা চেয়ারম্যান। তিনি শান্ত, সাদালাপি, যোগ্য এবং দক্ষ একজন ব্যক্তি। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এই এলাকার জনগণের জন্য ব্যাপক কাজ করেছেন। ভোটাররা বলেন, এবারও তাই আমরা আনারস প্রতীকে ভোট দিয়ে শেখ মারুফুল ইসলামের বিজয় নিশ্চিত করবো ইনশাল্লাহ।’
গত ১০ মে শুক্রবার আনারস প্রতীকের পক্ষে সেনহাটি মধ্যপাড়া ঈদগাহ ময়দানে এবং পরে সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে শেখ মারুফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার আনারস প্রতীকের পক্ষে দোয়া ও সমর্থন চেয়ে বক্তব্য প্রদান করেন।
তিনি তার বক্তব্যে জানান- ‘আল্লাহর রহমত ছাড়া কোন কিছুই সম্ভব নয়। আল্লাহ সহায় থাকলে এবং আপনারা যদি আমাকে ভোট দেন, আর আমি যদি বিজয়ী হই তাহলে আপনাদের সুখ, দুঃখ, আপদে বিপদে আপনাদের পাশে থাকবো, এলএলাকার রাস্তা-ঘাট, ড্রেন, ব্রিজ কালভার্ট, স্কুল কলেজ মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ সব ধরনের উন্নয়ন কাজ করব। আপনাদের সাথে নিয়ে আমি এই উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করতে চাই।আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।’
আরও পড়ুন>> টাকা দিয়ে কেনা সনদ বাতিল হবে , তৈরি হচ্ছে তালিকা
নিউজবিজয়২৪/এফএইচএন