জয়পুরহাটের উত্তর জয়পুর দ্বি- মূখী দাখিল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়, বাৎসরিক দোয়া অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উত্তর জয়পুর দ্বি-মূখী মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
এ সময় অত্র মাদ্রাসার সভাপতি লোকমান হাকিম এর সভাপতিত্বে সহকারী শিক্ষক মশিউর রহমান খান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দোগাছী ইউপি চেয়ারম্যান সামছুল আলম সুমন, জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন,উত্তর জয়পুর মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আফাজ উদ্দীন, দোগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, অভিভাবক সদস্য সুলতান আহমেদ মিঠু, সহকারী শিক্ষক নুরুজ্জামান প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। এধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। এ সময় অত্র মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণের আশ্বাস দেন তিনি।
নিউজবিজয়২৪/এফএইচএন