দেশের উত্তর (রংপুর অঞ্চল) ও উত্তর-পূর্বাঞ্চলে (সিলেট অঞ্চল) ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টিহীন কিংবা বৃষ্টি একেবারে কমে যাওয়ায় দেশের আট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) অব্যাহত থাকবে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে সিলেটের বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার একই সময় পর্যন্ত সিলেট ও রংপুর অঞ্চলে ভারি বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি ১০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। অন্যদিকে একই সময়ে ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ ছিল প্রায় বৃষ্টিহীন। আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তিনি আরো বলেন, একই সঙ্গে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, যশোর ও বাগেরহাট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
নিউজ বিজয়/নজরুল
ব্রেকিং :-
তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ
- নিউজ বিজয় ডেস্ক :-
- প্রকাশিত সময় :- ০২:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- 403
জনপ্রিয় সংবাদ