ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

তাপদাহে পুড়ছে ইউরোপ, রেড অ্যালার্ট জারি যুক্তরাজ্যে

মারাত্মক তাপদাহে পুড়ছে ইউরোপ। দাবানল শুরু হয়েছে ফ্রান্স, স্পেন ও পর্তুগালে। শুক্রবার (১৫ জুলাই) দাবানল কবলিত এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। ইউরোপের স্বাস্থ্য কর্মকর্তারা সামনের দিনগুলোতে আরো তাপদাহের আশঙ্কা প্রকাশ করে স্বাস্থ্য সতর্কতা জারি করেছেন।

এদিকে, তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে রেড অ্যালার্ট জারি করেছে যুক্তরাজ্য। ইংল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। যা মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দিতে পারে।

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত মঙ্গলবার (১২ জুলাই) থেকে শুরু হওয়া দুটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এক হাজারের বেশি দমকল কর্মী। তীব্র তাপদাহের কবলে আগুন বাড়তে থাকায় পানি ছিটানো প্লেন ব্যবহার করেও নিয়ন্ত্রণে বেগে পেতে হচ্ছে তাদের।

পর্তুগালে তাপদাহ সামান্য কমলেও কয়েকটি স্থানে এখনো তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াচ্ছে। পাঁচটি জেলায় চরম আবহাওয়া জনিত রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩টি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে এক হাজারের বেশি ফায়ারফাইটার।

স্পেনের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, তারা দেশে ১৭টি দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করছে। তবে এই তাপপ্রবাহ মানুষের স্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থার ওপর যে প্রভাব ফেলবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা। করোনার কারণে ইতোমধ্যে চাপে থাকা স্বাস্থ্য ব্যবস্থা তাপপ্রবাহে নতুন করে শঙ্কা বাড়াচ্ছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) বৈজ্ঞানিক কর্মকর্তা লোরেনেজো লাব্রাডোর বলেন, ‘স্থিতিশীল এবং স্থবির বায়ুমণ্ডল দূষণকারী কণা ও পদার্থ ঠেকাতে ঢাকনা হিসেবে কাজ করে। এর ফলে বাতাসের মান খারাপ হয়, স্বাস্থ্যের ওপর বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, বিশেষ করে স্পর্শকাতর মানুষের ওপর’।

তাপমাত্রা বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের লন্ডন, ম্যানেচেষ্টার এবং ইয়র্ক শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রেড অ্যালার্ট জারির মাধ্যমে মূলত অতিরিক্ত গরমের কারণে মানবজীবন চরম ঝুঁকির মধ্যে রয়েছে বুঝায়। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা বিভাগ এ রেল অ্যালার্ট জারি করে।

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, গরম আবহাওয়াকে জাতীয় জরুরি অবস্থা হিসাবে বিবেচনা করা হচ্ছে। এই প্রথম যুক্তরাজ্যের কিছু অঞ্চলে রেল অ্যালার্ট জারি করা হয়েছে। অতিরিক্ত গরমের কারণে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এমনকি মৃত্যুও হতে পারে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

নিউজবিজয়/এফএইচএন

ট্যাগ:-

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ইতিহাসের এই দিনে: ১৭ মার্চ: ২০২৫

তাপদাহে পুড়ছে ইউরোপ, রেড অ্যালার্ট জারি যুক্তরাজ্যে

প্রকাশিত সময়:- ১০:৪১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২

মারাত্মক তাপদাহে পুড়ছে ইউরোপ। দাবানল শুরু হয়েছে ফ্রান্স, স্পেন ও পর্তুগালে। শুক্রবার (১৫ জুলাই) দাবানল কবলিত এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। ইউরোপের স্বাস্থ্য কর্মকর্তারা সামনের দিনগুলোতে আরো তাপদাহের আশঙ্কা প্রকাশ করে স্বাস্থ্য সতর্কতা জারি করেছেন।

এদিকে, তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে রেড অ্যালার্ট জারি করেছে যুক্তরাজ্য। ইংল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। যা মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দিতে পারে।

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত মঙ্গলবার (১২ জুলাই) থেকে শুরু হওয়া দুটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এক হাজারের বেশি দমকল কর্মী। তীব্র তাপদাহের কবলে আগুন বাড়তে থাকায় পানি ছিটানো প্লেন ব্যবহার করেও নিয়ন্ত্রণে বেগে পেতে হচ্ছে তাদের।

পর্তুগালে তাপদাহ সামান্য কমলেও কয়েকটি স্থানে এখনো তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াচ্ছে। পাঁচটি জেলায় চরম আবহাওয়া জনিত রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩টি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে এক হাজারের বেশি ফায়ারফাইটার।

স্পেনের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, তারা দেশে ১৭টি দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করছে। তবে এই তাপপ্রবাহ মানুষের স্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থার ওপর যে প্রভাব ফেলবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা। করোনার কারণে ইতোমধ্যে চাপে থাকা স্বাস্থ্য ব্যবস্থা তাপপ্রবাহে নতুন করে শঙ্কা বাড়াচ্ছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) বৈজ্ঞানিক কর্মকর্তা লোরেনেজো লাব্রাডোর বলেন, ‘স্থিতিশীল এবং স্থবির বায়ুমণ্ডল দূষণকারী কণা ও পদার্থ ঠেকাতে ঢাকনা হিসেবে কাজ করে। এর ফলে বাতাসের মান খারাপ হয়, স্বাস্থ্যের ওপর বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, বিশেষ করে স্পর্শকাতর মানুষের ওপর’।

তাপমাত্রা বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের লন্ডন, ম্যানেচেষ্টার এবং ইয়র্ক শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রেড অ্যালার্ট জারির মাধ্যমে মূলত অতিরিক্ত গরমের কারণে মানবজীবন চরম ঝুঁকির মধ্যে রয়েছে বুঝায়। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা বিভাগ এ রেল অ্যালার্ট জারি করে।

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, গরম আবহাওয়াকে জাতীয় জরুরি অবস্থা হিসাবে বিবেচনা করা হচ্ছে। এই প্রথম যুক্তরাজ্যের কিছু অঞ্চলে রেল অ্যালার্ট জারি করা হয়েছে। অতিরিক্ত গরমের কারণে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এমনকি মৃত্যুও হতে পারে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

নিউজবিজয়/এফএইচএন