ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতাল

ঢাকাসহ চট্টগ্রাম-কুমিল্লা ও নেত্রকোণায় পুড়ল ৯টি যান

শনিবার (১৮ নভেম্বর) রাতে ধানমন্ডি, কাফরুল-কালশি, গুলিস্তান এবং চট্টগ্রাম, কুমিল্লা ও নেত্রকোণাতে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার খবর পাওয়া গেছে।

ঢাকা সিটি কলেজের সামনে বসুমতি পরিবহনেরে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ল্যাবএইড হাসপাতালে সামনে মৌমিতা পরিবহনের আরেকটি বাসে আগুন দেয়া হয়। পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুইটি ইউনিট অগ্নি নির্বাপণ করেছে। এছাড়াও মিরপুরের কালশি রোডে বসুমতি পরিবহনের আরেকটি বাসে আগুন দেয়া হয়েছে। সেখানে পল্লবী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট অগ্নি নির্বাপন করে।

আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন।

তিনি বলেন, রাত ১১টা ৫৮ মিনিটে মিরপুর কালশি রোডে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত পৌনে ৭টার দিকে কাফরুলের তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয়ার খবর পায় ফায়ার সার্ভিস। তবে ফায়ার সার্ভিসকে আগুন নেভানোর কাজ করতে হয়নি। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর থেকে যাত্রী নিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিল বিহঙ্গ পরিবহনের একটি বাস৷ তালতলা মোড়ে পৌঁছালে হঠাৎই আগুন লেগে যায় বাসে৷ যাত্রীরা দ্রুত বাইরে বের হয়ে আসেন৷ পরে আশপাশের লোকজন বাসে লাগা আগুন নিভিয়ে ফেলেন৷ এদিকে বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে হাতেনাতে ধরেন স্থানীয়রা৷ পরে পুলিশে সোপর্দ করা হয় তাকে৷

এদিকে গুলিস্তানের টোল প্লাজার সামনে রাত পৌনে ৮টার দিকে কমল পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগারগাঁও তালতলা এলাকায় একটি বাসে আগুন দেয়া হয়।

এছাড়াও চট্টগ্রামের কর্ণফুলীতে একটি মিনি ট্রাকে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা। শনিবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে কর্ণফুলী উপজেলার মজ্জার টেক এলাকায় এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক জানান, রাত পৌনে ৮ টার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়কে চলন্ত একটি মিনি ট্রাকে আগুন দেয় হরতাল সমর্থনকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন। এর আগে রাতে চট্টগ্রামে নগরীতে আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কুমিল্লা সদরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশে পাপিয়া ট্রান্সপোর্টের একটি বাসে আগুন দেয়া হয়। কুমিল্লা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। এছাড়াও নেত্রকোণার কেন্দুয়ায় পিকআপ ভ্যানে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা।

রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতালের ডাক দিয়েছে তারা।

গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করছি।’
সব মিলিয়ে গত ২৮ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোট ১২৬টি যানবাহনে (ট্রেন ছাড়া) আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীতে আগুন দেয়া হয়েছে ৮৪টি যানবাহনে।

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতাল

ঢাকাসহ চট্টগ্রাম-কুমিল্লা ও নেত্রকোণায় পুড়ল ৯টি যান

প্রকাশিত সময় :- ০১:৪৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

শনিবার (১৮ নভেম্বর) রাতে ধানমন্ডি, কাফরুল-কালশি, গুলিস্তান এবং চট্টগ্রাম, কুমিল্লা ও নেত্রকোণাতে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার খবর পাওয়া গেছে।

ঢাকা সিটি কলেজের সামনে বসুমতি পরিবহনেরে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ল্যাবএইড হাসপাতালে সামনে মৌমিতা পরিবহনের আরেকটি বাসে আগুন দেয়া হয়। পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুইটি ইউনিট অগ্নি নির্বাপণ করেছে। এছাড়াও মিরপুরের কালশি রোডে বসুমতি পরিবহনের আরেকটি বাসে আগুন দেয়া হয়েছে। সেখানে পল্লবী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট অগ্নি নির্বাপন করে।

আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন।

তিনি বলেন, রাত ১১টা ৫৮ মিনিটে মিরপুর কালশি রোডে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত পৌনে ৭টার দিকে কাফরুলের তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয়ার খবর পায় ফায়ার সার্ভিস। তবে ফায়ার সার্ভিসকে আগুন নেভানোর কাজ করতে হয়নি। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর থেকে যাত্রী নিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিল বিহঙ্গ পরিবহনের একটি বাস৷ তালতলা মোড়ে পৌঁছালে হঠাৎই আগুন লেগে যায় বাসে৷ যাত্রীরা দ্রুত বাইরে বের হয়ে আসেন৷ পরে আশপাশের লোকজন বাসে লাগা আগুন নিভিয়ে ফেলেন৷ এদিকে বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে হাতেনাতে ধরেন স্থানীয়রা৷ পরে পুলিশে সোপর্দ করা হয় তাকে৷

এদিকে গুলিস্তানের টোল প্লাজার সামনে রাত পৌনে ৮টার দিকে কমল পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগারগাঁও তালতলা এলাকায় একটি বাসে আগুন দেয়া হয়।

এছাড়াও চট্টগ্রামের কর্ণফুলীতে একটি মিনি ট্রাকে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা। শনিবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে কর্ণফুলী উপজেলার মজ্জার টেক এলাকায় এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক জানান, রাত পৌনে ৮ টার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়কে চলন্ত একটি মিনি ট্রাকে আগুন দেয় হরতাল সমর্থনকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন। এর আগে রাতে চট্টগ্রামে নগরীতে আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কুমিল্লা সদরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশে পাপিয়া ট্রান্সপোর্টের একটি বাসে আগুন দেয়া হয়। কুমিল্লা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। এছাড়াও নেত্রকোণার কেন্দুয়ায় পিকআপ ভ্যানে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা।

রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতালের ডাক দিয়েছে তারা।

গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করছি।’
সব মিলিয়ে গত ২৮ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোট ১২৬টি যানবাহনে (ট্রেন ছাড়া) আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীতে আগুন দেয়া হয়েছে ৮৪টি যানবাহনে।