নীলফামারীর ডোমারে আগামী বুধবার (২৫ মে) গোমনাতী হাইস্কুল মাঠে আসতেছেন ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান।
ডোমার উপজেলায় ওই দিন সন্ধ্যায় গোমনাতী হাইস্কুল মাঠে গোমনাতী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে ১দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে প্রধান আলোচক হিসেবে কোরনআন ও হাসিদ থেকে বয়ান পেশ করবেন সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় আলোচক পরিচালক, ত্বহা যিন নূরাইন এ্যারাবিক একাডেমি রংপুরের প্রতিষ্ঠাতা ও দেশ বরেন্য তরুন মোটিভেশনাল আলোচক আবু ত্বহা মুহাম্মদ আদনান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য পেশ করবেন ডোমার ইসলামীয়া ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা আব্দুল খালেক সহ স্থানীয় আলেমগণ বয়ান পেশ করবেন।
গোমনাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামরুল হক চৌধুরী সুজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দীন সরকার, প্রধান পৃষ্ঠপোষক ৩নং গোমনাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মেদ ফয়সাল শুভ, এ সময় মাহফিল কমিটির উপদেষ্টা মন্ডলী এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত থাকবেন।
উক্ত তাফসির মাহফিলের বিশেষ বক্তা ডোমার ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল খালেক সংবাদদকর্মীকে বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর কারণে গত দুবছর মাহফিল বন্ধ ছিলো। দীর্ঘদিন পর স্বল্প পরিসরে হলেও মাহফিল করতে পারায় শুকরিয়া জ্ঞাপন করছি। মাহফিল সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সভাপতি ও মাহফিল এন্তেজামিয়া কমিটি জানান, আমরা ১০ বছর ধরে মাহফিলের আয়োজন করে আসছি কিন্তু করোনা মহামারির কারণে দু’বছর ধরে মাহফিল করা সম্ভব হয়নি। এবছর মহামারির প্রভাব কম থাকায় এই আয়োজন করতে যাচ্ছি। ইতিমধ্যে মাহফিলের সকল পস্তুতি শেষের দিকে। সকল ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার জন্য আহবান জানান।