চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপো থেকে আরো দুটি দেহের ভস্মীভূত অংশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টার পর ভস্মীভূত অংশ দুটি উদ্ধার করা হয়।
কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বেলা ১২টা ৭ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ আনার জন্য দুটি ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করেছে। অগ্নিকাণ্ডের স্থান থেকে মরদেহ শনাক্ত করার কাজ চলছে। অনেক জায়গায় হাড়-হাড্ডি পড়ে আছে সেগুলো সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, জেলা সিভিল সার্জন বলছে- এখন পর্যন্ত ৪৯ জন নিহত হয়েছে। তবে জেলা প্রশাসনের তথ্যমতে মৃতের সংখ্যা ৪১।নের তথ্যমতে মৃতের সংখ্যা ৪১।